তারিখ ঃ – ০১/০৬/২০২২  ইং , সময় ঃ  দুপুর – ১২-৩০  মিনিট ।



কেমন   দেখবে   বসুমতী  ?  ?



একটি নিষ্পাপ শিশু জন্ম নেবে –
একটি সুশোভন সকালে
একটি সুবর্ণ ভাস্করের উদয়ে
অশুভ মেঘ মুক্ত অম্বরে
নির্মল প্রাণবন্ত অনলে ।



একটি শিশু বসুমাতার মুখ দেখবে –
একটি বিবাদ-বৈষম্য হীন সমাজে
যেখানে থাকবে ন্যায় বিচার
সু শিক্ষার উজ্জ্বল বিভা
মানবতার অনুশীলনের নিত্য বহিঃ প্রকাশ  ।।



একটি শিশু মহীকে ঝলমলে করে আসবে -
স্নেহ , মায়া-মমতা , ভালোবাসার পরশে
দ্বন্দ্ব , হানাহানি , খুনাখুনি বর্জিত পরিবেশে
গোলা গুলি , বোমা , মর্টারের শব্দ শুনে নয়
আসবে মুক্ত , স্বাধীন , কল্যাণ প্রসূত দেশে  ।



একটি শিশু জন্ম নেবে –
নিরাপদ , জঞ্জাল মুক্ত , বাসযোগ্য মাতৃভূমিতে
যেখানে থাকবে ভোট , বাক ও স্ব-অধিকারের স্বাধীনতা
অন্ন , বস্ত্র , শিক্ষা , চিকিৎসা ও আশ্রয়ের অধিকার
সর্বোপরি – থাকবে মানুষের মর্যাদায় বাঁচার অধিকার  ?



একটি শিশু আসবে বসুমাতার কোলে –
যেথায় মাথা উঁচু করে পারবে দাঁড়াতে
মানুষ - মানুষকে করবে না পদদলিত
সবাই সবার আপন ভূমি ও সত্তায় থাকবে স্বাধীন
প্রত্যেক নাগরিক ন্যায় সংগত অধিকার করবে ভোগ ।



সৃষ্টিকর্তা আদম সন্তানকে দুনিয়ায় পাঠায় -
স্বাধীনতা দিয়ে
বাঁচার অধিকার দিয়ে
মুখে হাসি ফুটিয়ে
টিকে থাকার পরিবেশ ও সুযোগ দিয়ে
তা যেন অপর মানবের কারণে না হয় নষ্ট ।।



শরীফ নবাব হোসেন ।