তারিখ ঃ -–02/02/2023 ইং ।


শরীফ নবাব হোসেন ।


ঃ   কেমন   হবে   স্বভাব-চরিত্র   ঃ


হইও না অকাজের শিক্ষিত
হও সু-শিক্ষিত
সু-শিক্ষা কেবল পুষিও অন্তরে
এ শিক্ষা সমাজের লাগাও কাজে  ,
হইও না অসৎ জ্ঞানী
হও শুভ্র-ললিত জ্ঞানী
এ জ্ঞান লাগাও কাজে
নইলে হবে তা পরিত্যক্ত বাজে ।।


হইও না  - ধূর্ত  , কূট চতুর
হও   প্রাজ্ঞের চালাক
এ রকম চালাকি তে করবে মঙ্গল
তা দিয়ে ধুয়ে মুছে সাফ করবে অমঙ্গল ,
হইও না – বক ধার্মিক , নামের ধার্মিক
হও পূত , নত , বিশুদ্ধ ধার্মিক
যে ধার্মিক নীরবে প্রভু ভীরু
স্রষ্টার সৃষ্টির তরে শুভদের প্রহরী-তরী ।।


হাসিও না - কপট হাসি , কুহক হাসি
হাসো নির্মল হাসি , মমতার হাসি
যে হাসিতে - দূর হবে অন্যের দুঃখ
পাবে সেথায় ভোরের শাপলা , নিশিতে চন্দ্রের পরশের সুখ ,
দেখাইও না - মেকি দয়া , শয়তানি কৃপা
হও প্রকৃত দয়াবান , খুলে দাও প্রাণ
যে দয়ায় হৃদয়ে পাবে সে প্রশান্তি
হ্রাস পাবে ব্যথা যাতনা অশান্তি ।।


করিও না - লোক দেখানো দান
কর আল্লার রাহে , মুক্ত দিলে দান
যে দানে ভরবে তোমার প্রাণ
দান গ্রহীতার হবে সমস্যার সমাধান ,
সব কাজে খোঁজ না স্বার্থ
কিছু কর শর্তহীন পরার্থ
তাতে তুমি খোঁজে পাবে আসল অর্থ
মানুষের কল্যাণ হবে যথার্থ ।।


শরীফ নবাব হোসেন ।