খুখুমণি ও  চাঁদ-তারা


চাঁদ হাসে
তারা হাসে
খুখুর চোখে
ঘুম আসে


মেঘের সাথে
চাঁদ খেলে
খুখু খুশিতে
চোখ মেলে


মেঘের ফাঁকে
তারা ভাসে
খুখুমণি আনন্দে
খিলখিলিয়ে হাসে


ঝির ঝির বাতাসে
ডালপাতা দোলে
খুকুমণি চুপটি করে
বসে থাকে
মায়ের কোলে।


শরীফ নবাব হোসেন।