তারিখ ঃ – ০১-০৬-২০২২ ইং , সময় ঃ  বিকাল – ৪-০০ টা ।


কবিতার   ঝর্ণা ধারা -------------



কবিতার ঝর্ণা ধারা
ছল ছল
কল কল
তালে তালে নামবে
আষাঢ়-শ্রাবণের
অঝোর বর্ষণে
বিরহের সুরে ঝরবে ।



কবিতার ঝর্ণা ধারা ------------------------
কইবে ভালোবাসার কথা
গাইবে মিলনের গান
প্রেমের তরীতে পাল উড়াবে
কল্পনার স্বপ্ন রাজ্যে বারিদ সনে ভাসবে
প্রীতির বাঁধনে হাসবে
চিত্তের আমোদে খেলবে ।



কবিতার ঝর্ণা ধারা -------------------------
কাঞ্চনা বর্ণমালায় সাজাবে মালা
শব্দের গাঁথুনির কারুতে সাজাবে ডালা
মনের কথায় কাব্য হবে সুজলা
স্বর্গীয় নন্দন কাননে সুরম্য ফুল ফোটাবে
গুন গুন সুরে ভ্রমর আসবে  
মধু মাখিয়ে পুষ্পে পুষ্পে উন্মাদনায় নাচবে  ।



কবিতার  ঝর্ণা ধারা --------------
মনের কথা ব্যক্ত হয় অবারিত
আশা-আকাঙ্ক্ষা  , চাওয়া-পাওয়া
প্রেম-বিরহ , ঘাত-প্রতিঘাতের ঘটে প্রতিফলন
প্রেয়সীর সাথে মিলে আলিঙ্গন
চাঁদ আর পারাবারের অনন্ত মিলন
রাধা-কৃষ্ণের প্রেম লীলার অপরূপ কুঞ্জবন  ! !



কবিতার ঝর্ণা ধারা ------------
সৃষ্টির নেশায় অকর্মণ্য কবি পাগলপারা
চিত্ত আনন্দ-বেদনার দোলাচলে আত্মহারা
চিন্তা-ভাবনা রা কবিতার পিউ পাপিয়া
কবি  এবঙ  কবিতা ---------------
নীলিমায় যেমন সুশোভিত চাঁদ তারা
শৈবলিনীর বুক চিড় চলে স্রোতধারা
গহীন অরণ্যে আনমনা পথিক যেমনটি পথহারা   ! !


শরীফ  নবাব  হোসেন ।