তারিখ  ঃ -–১০/০৯/২০২২  ইং ।


কবিতার   টানে --------।।


বাইরে কোথাও গেলে
কোন কিছুতে ব্যস্ত থাকলে
হঠাৎ হিজিবিজি অগোছালো
কত কী  আসে  মনে-------------!



তখন –
ছুটে আসতে মন চাই
নিজের বাসায়
যেখানে বসে লিখি
কবিতা নামের অদামী বহু শব্দের সমাহার ।


এ অকবির লেখা অমসৃণ
শব্দের গাঁথা , অর্থহীন ভাবনা-চিন্তা
হবে কি কোনদিন পাঠ
নাকি আবর্জনার মতো
হবে বিরক্তির আধার ।


তারপরও -----------
বার বার ছুটে আসি সে বসার ঘরে
কাগজ-কলম নিয়ে মনের
অসংযত এলোমেলো কথা গুলো
একের পর এক পংক্তিতে সাজাই  ?


কবিতা হয় নাকি জানি না
কারো চোখে পড়ে কিনা
মানুষ বা সমাজের কোন কাজে আসবে কিনা
তা ও জানি না------------
তবুও , মনের অজান্তে কবিতার টানে
কাব্যের প্রেমে কিছু লিখে যায়  !  


শরীফ  নবাব  হোসেন  ।