তারিখ  ঃ -–08-07-2022 ইং  ,   সময় ঃ বিকাল -–5-25 মিনিট  ।


কোরবানি   ও   হাজ্জের   পবিত্রতা   এবং   বরকত  । ।


  
কুরবানী  পূত-পবিত্র ইসলামের একটি  প্রতীক বা চিহ্ন
কোরবানের অর্থ ত্যাগ বা আল্লাহর নৈকট্য লাভ ।
এটা হযরত ইব্রাহীম  ( আ : )   ও হযরত মুহাম্মদ  ( স : )  একটি সুন্নাত ।
মহান আল্লাহ পাক যিলহাজ্জ মাসে
ইসলাম কে করেছেন পরিপূর্ণতা দান ।
যিলহাজ্জ  মাসের নয় তারিখ –
আরাফাত দিবস যা হজ্জের একটি রুকণ ;
এদিন আল্লাহ তাঁর বান্দা কে
  করেন ক্ষমা  এবং জাহান্নাম থেকে দেন  মুক্তি   ।


আরাফাতের ফজর
বা নয় হতে তের তারিখের
মাগরিবের পূর্ব পর্যন্ত
তাকবীর পাঠের মাধ্যমে
আল্লাহর মাহাত্ম্য , বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব
করা হয় ঘোষণা  । ।



যিলহাজ্জ মাসে পালন হয় পবিত্র হাজ্জ
যা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত
এটি ইসলামের পাঁচ রুকনের একটি রুকন বা স্তম্ভ  ।
এ মাসের আট থেকে বার তারিখ পর্যন্ত
সম্পন্ন হয় হাজ্জের  মূল ইবাদত  ।


দশ যিলহাজ্জ কুরবানীর ঈদের দিন
এটি ইসলামের একটি চির সুন্দর
ত্যাগ ও মহিমার পবিত্রতম প্রতীক  ;
এ ঈদ হল আল্লাহর নৈকট্য লাভ
পরিপূর্ণ ইবাদত ও খুশির সময় কাল
আল্লাহর হুকুমেই যা হয় পালিত  । ।


শরীফ  নবাব  হোসেন  ।