তারিখ ঃ – ০৬-০১-২০২২ ইং , সময় – রাত – ১১-১৫ মিনিট ।


করি  প্রত্যাশা ,  করি  না  পালন  ! !


ভালো টুকু আমরা সবাই চাই
সুন্দর সকলের পছন্দ
সুঘ্রাণ নিতে চায় সবাই
ফুল সবার প্রিয়
মিষ্টি কথা , মিষ্টি হাসি সব মানুষ চায়
সবারই সেবা গ্রহণের থাকে প্রত্যাশা
সত্য বাণী শ্রবণ সবার পছন্দ
সদ আচরণ , অকপট আচার-ব্যবহার সকলের কাম্য
আমানত সবাই ফিরে পেতে আগ্রহী
কিন্তু ? বাস্তবে , প্রাত্যহিক জীবনে
এসবের অনুশীলন , অভ্যাসে পরিণত করে না কেহ !


খাঁটি জিনিস , সাচ্চা খাবার সবারই পছন্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ কামনা সবার
কথা মত কাজ প্রত্যেকের ই চাহিদা
ইচ্ছা ফাইল টা সঠিক ভাবে যথা সময়ে চলুক
সংশ্লিষ্ট দপ্তর থেকে সহযোগিতা পেতে করে সবাই বাঞ্ছা
ক্রেতার ঈপ্সা সঠিক দামে , মানে ও মাপে পাবে পণ্য  
সব জায়গায় যার যার প্রাপ্যটা সেই পাবে
নিজের অবস্থায়  কেহ হবে না হয়রানি  
সবখানে প্রচলিত নিয়ম-কানুন মেনে চলবে কাজ
এভাবে দৈনন্দিন কর্ম সম্পাদন মানুষ হিসেবে সবারই কাম্য !
কিন্তু , আমরা নিজেরা নিজের বেলায় তা করি না পালন ?


যা চাই , যা কাম্য তা করতে হবে
প্রত্যেকের ই লালন , পালন ,  চর্চা ও বাস্তবায়ন
তবেই উন্মোচন হবে দেশ , জাতি ও সমাজ জীবনে
শান্তি , সমৃদ্ধি , স্বস্তি ও অগ্রগতির বাতায়ন ।।


শরীফ নবাব হোসেন ।