তারিখ ঃ – 31/08/2022  ইং  ।


কর্মযজ্ঞের   বৃত্ত   !!


শুভ কাজের বৃত্ত
সানন্দে নাচে চিত্ত
মন্দ কাজ-কর্মের বৃত্ত
জীবন অন্ধকারে সিক্ত  ।


ঘুষ-দুর্নীতির বৃত্ত
জন জীবন অতিষ্ঠ  
সন্ত্রাসের বৃত্ত
সামাজিক জীবনের স্বাভাবিকতা পরিত্যক্ত  ।


নৈরাজ্যে র বৃত্ত  
অশান্তির অঘটন নিত্য হয় সৃষ্ট
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বৃত্ত
দিন যাপনে অসীম কষ্টের তিক্ত  ।


সড়ক দুর্ঘটনার বৃত্ত
স্বজনের শোক , আহাজারি তে অশ্রুসিক্ত  
সড়ক দুর্ঘটনার বৃত্ত
পরিবার সব ধ্বংসের অতলে নিমজ্জিত  ।।


স্বেচ্ছাচারিতা র বৃত্ত
অরাজকতা সেখানে মাত্রাতিরিক্ত
স্বৈরাচারের বৃত্ত
সেথায় জুলুম-নির্যাতন ঘটে নিত্য  ।


চাটুকার-তৈলবাজের বৃত্ত
অবৈধ সুবিধা ভোগে করে নৃত্য
অবৈধ পথে আয় যাদের
খায় সদা ঘৃত  !


এতক্ষণ , বৃত্তের কাহিনী
করে গেলাম ব্যক্ত
বৃত্ত টা – হতে পারে কল্যাণকর বা শুভ
অথবা -  কর্ম গুণে হতে পারে অনাসৃষ্টিতে অশুভ  ! !


শরীফ   নবাব   হোসেন  ।