১৬/০২/২০২০,


কত বেশী চাই ?


কয়টি গাড়ী দরকার
ব্যবহারে একটি গাড়ী
কয়টি বাড়ী গড়বে
প্রয়োজন  তো একটি বাড়ী ।


খাবার যোগাও অনেক বেশী
খেতে পারো অল্প
ধন সম্পদ যতই বাড়াও
ভোগে লাগে স্বল্প ।


কাজ করোনা যত বেশী  
তার চেয়ে বেশী গল্প
মন্দের  ভাগ  অনেক বেশী
মঙ্গল  করো  অল্প  ।


শত রকম পোশাক বানাও
ফ্যাশন নিত্য-নতুন
যাবার কালে নিতে পারবে
একখন্ড  সাদা কাপড় ।


লোভে মত্ত, সম্পদে যত্ত
আপনি পাগল পারা
রোগে-শোকে ভোগের বেলায়
জীবনটা  তার  দিশেহারা ।


মানুষকে নিঃস্ব  করে
দখল করেছো  কত জমি
অথচ মরার পরে
তোমার হবে আড়াই হাত ভূমি !


ব্যাংক খাইছো, বীমা খাইছো
আরো খাইছো শেয়ার বাজার
বন খাইছো, নদী খাইছো
বনেছো  সর্বগ্রাসী-শাহের মাজার !


এখন হয়ে গেছো সস্তায়
মস্ত বড় পাবলিক নেতা
শাসন-শোষণ দুইতে সিদ্ধ
চামচারা ধরে মাথায় ছাতা ।


সময়ে সময়ে হয়ে যাও
দানশীল মহান ব্যাক্তি
দেশের টাকা, দশের টাকা
হরণে  অত্যন্ত  দম্ভোক্তি !


কিভাবে হলে এত তাড়াতাড়ি
বহু বড় কোটিপতি ?
সবার চোখকে ফাঁকি দিয়ে
সেজে গেছো জনগণের অধিপতি  ! !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।