তারিখ ঃ – ২১/০৩/২০২১  ইং ,  সময় – রাত – ১০-৩০ মিনিট ।


লেখা পড়ার   ছড়া  ।।


করবো লেখাপড়া
থাকবো না মনমরা
হবো না ঘুণে ধরা
প্রাণটা জ্ঞানে ভরা ।


পড়ায় পড়ায় জানে
লেখায় জ্ঞান শাণে
পড়া লেখায় বিদ্যা-বুদ্ধি  আনে
বিদ্যান কে সবাই মানে ।


পড়ব হরেক বই
তাতে ক্ষতি কই ?
চর্চা  যত বেশী
শিখন রাশি রাশি ।


পেশী শক্তিতে নয়
জ্ঞানে-গুণে হবো বড়
অন্যায় রুখতে , অসত্যের বিরুদ্ধে
সদা কলম ধর ।


বিদ্যা-শিক্ষা অর্জনে
কে না হয়েছে বড় ?
তাই শিক্ষার অনুশীলন
করে যাও অধিকতর ।


পবিত্র হাদীসে আছে –
জ্ঞান অর্জনের  জন্য যাও
সুদূর চীন দেশে
জ্ঞান পূর্ণতা লাভে
ফিরবে রাজার বেশে ।


মূর্খ  বন্ধুর চেয়ে
জ্ঞানী শত্রু ঢের ভালো
জ্ঞানী গণ করে থাকে
জগৎ ময় উজল আলো ।


বিজ্ঞানী রা করে থাকে
নতুন নতুন সৃষ্টি  
এতে গড়ে উঠে
উন্নত রম্য সভ্যতা-কৃষ্টি ।


অন্ধ জনে সাধনায় পারে
অন্তর চক্ষুতে জ্ঞান আহরণ
প্রতিবন্ধী হয়েও তারা
বিলায় দীপ শিখা বিতরণ ।


বিদ্যা , শিক্ষা , পাণ্ডিত্য , জ্ঞান
করে অকাতরে অন্বেষণ
সমাজে করো সম্প্রদান
ইতিবাচক আলোড়নে জাগিবে প্রাণ ।


বিদ্যা-শিক্ষা অমর ও অক্ষয়
পার্থিব প্রাচুর্যের  আছে ক্ষয়
প্রাণের ও ঘটে লয়
কিন্তু জ্ঞানের নেই কোন অপচয় !


কোরআনের প্রথম আয়াত  -
‘’ পড় তোমার প্রভুর নামে ‘’
বেচে থাকবে  মান-সম্মানে
হবে না হৃত-দরিদ্র
শিক্ষার অবদান সম মহা সমুদ্র ।