তারিখ ঃ – ১০/০৫/২০২১ ইং , সময় – রাত -৮ – ০৮ মিনিট ।


                       মা
( বিশ্ব  মা দিবসের  স্মরণে  নিবেদন ।। )


  মা একটি বর্ণ , একটি শব্দ , একটি ভুবন
পৃথিবীতে  এমন আর কেহ নেই আপন ।
মায়ের যদি স্রষ্টার অর্পণ  না থাকত মাতৃত্ব
বসুধা থেকে বিলীন হতো মানব জাতির অস্তিত্ব  !
    
মা ঃ –
মা – মা র ভালোবাসা অমর ,অক্ষয় , অব্যয় , অসীম
চন্দ্র মার স্নিগ্ধ  হাসি , দিনমণি র আভার ন্যায় সীমাহীন ।


মাতা ঃ –
মা – মাথায় বট বৃক্ষের অনুরূপ মাতা ছায়ার ছাতা
সকল বিপদে-আপদে , প্রয়োজনে আপোষহীন ত্রাতা ।
তা – তাঁরই স্নেহ , মায়া-মমতায় , সাহচর্যে  বেড়ে উঠা
তাঁর  আদরে –সোহাগে , শাসনে , লালনে-পালনে জীবনে প্রতিষ্ঠা ।


মাতৃ ঃ –
মা – মায়ের মতো ভুবনে কে আছে এমন আপন  ?
অপরিসীম ব্যথা , যাতনা সয়ে করেছে গর্ভধারণ ।
তৃ – তৃষিত মরু হৃদয়ে সন্তানের তরে থাকেন ব্যাকুল
গগন-সমুদ্র সম হৃদ্য তায় ভরেন অন্তরের মুকুল ।


জননী ঃ –
জ-  জন্ম-জন্মান্তরে , সৃষ্টি  থেকে প্রলয়ে মা-ই অনন্ত ত্যাগী
সর্ব সুখ-ভোগ , রগড় পরিহারে হয় সন্তানের কারণে বিভাগী ।
ন – নব বসুমাতার নতুন মুখ দেখিয়েছেন মা
তাতেই পেয়েছে অুযুত সুখ , হজম করে অজস্র ঘা ।
নী – নীর যেমন বাঁচায় জীবন , গর্ভধারিণী তেমন তনয়ের নীর
সন্তানের স্বপ্ন  , প্রত্যাশা , সুখ-শান্তি মায়ের সত্তায় জমায় ভিড় ! !


মা সৃষ্টির শ্রেষ্ঠ , উৎকৃষ্ট , স্বর্গীয় দান
মায়ের বুকে ই করেছি মানুষ জাতি শাশ্বত সুধা পান ।
মায়ের আশীর্বাদ বিস্তৃত ও অগণ্য মূল্যবান
তা জমিন থেকে নীল আসমান ,
পুত্র-কন্যার  জীবনে বয়ে আনে
উভয় জাহানে অবারিত কল্যাণ !  

শরীফ নবাব  হোসেন ।