তারিখ ঃ – ১৮/0২/202৩  ইং ।


ঃ  মা   ও   মাতৃভূমি  ।


‘ মা ‘ জন্মদাতা , লালন ও পালন কর্তা
সর্বাবস্থায় পথ প্রদর্শক , গ্রহণীয় , পূজনীয়
অতি আপনজন , স্নেহ-মমতাময়ী
সন্তানের জন্য আজীবন বটবৃক্ষের ছায়া
বিপদ-আপদ , সেবা-পরিচর্যায় নিত্য সাথীর যথার্থ হিয়া  ।
এমন কে আছে মর্তে মায়ের মতো
যে নিঃস্বার্থে উৎসর্গ করবে সত্তার যত শত
যিনি চাহেন না কোন রকম প্রতিদান
সৃষ্টিকর্তা ই দিয়েছেন তাঁর মর্যাদা , মান-সম্মান
ধরায় জননীর তুলনা জননী ই , তা চির অম্লান  ! !


মাতৃভূমি – জন্মদাতা মা না হলেও আশ্রয়দাতা মা
তার বুকেই  দেশবাসীর লালন-পালন , আহার-নিদ্রা , বাড়ন
সে মা-ই দেয় আলো , বাতাস , বাঁচার সব উপাদান
দেশমাতার প্রশস্ত বক্ষেই মোদের জন্ম-মৃত্যুর বান
এ মাতাই  অকপটে অর্পণ করে অনন্ত জীবনের সোপান ।।
বৃহৎ ভুবনে স্বদেশ একটি প্রিয় আপন ভুবন
এতেই প্রস্ফুটিত হয় কোটি সন্তানের জীবন
তার নেই কোন চাওয়া-পাওয়া , কামনা , ক্লান্তি
দিতে পারাতেই  মা মাটির অসীম শান্তি
এ মায়ের কাছেই জীবনের অপার প্রশান্তি  ! !


আমরা মানব ; মেদিনীতে উভয় মায়ের উদরের সন্তান
রাখি না নিজ গুণে তাদের মান-সম্মান , সম্ভ্রম
মানি না নিয়ম-কানুন , জীবন চলার আদর্শ
করে থাকি খায়েশে মানবতার সকল কিছু ধ্বংস
স্বার্থের মরীচিকায় ছুটতে ছুটতে হচ্ছি দানবের অংশ ? ?
মা ও মাতৃভূমির কাছে আছে মোদের জন্মের ঋণ
শুভদ-পূত কর্মের বিনিময়ে করতে পারি শোধ- কিঞ্চিত  ঐ ঋণ
থাকতে হবে হৃদে- প্রকৃত মূল্যবোধ , আদর্শ , মানবতা ও দেশ প্রেম
নইলে তা হবে ;  ছকে বাঁধা জড় বস্তুর মূল্যহীন ফ্রেম
দু’মাতার চিরন্তন ত্যাগ শিক্ষায়- হতে হবে আমাদের জাগ্রত-মহীয়ান ।।


শরীফ নবাব হোসেন ।