২৩/০১/২০২০, সময় – দুপু্র – ১—৪৫ মিনিট


     ম্যাজিক   পোষাক !  ( কাল্পনিক বিষয়বস্তু )


পোষাকটি হবে একটি উড়োগাড়ি ,
এটি পরে হাঁটাও যাবে
এটিতে চাকা থাকবে
চলতেও পারবো ।  
রাস্তায় জ্যাম থাকলে
এটিতে সংযুক্ত  বাটম টিপে দেব,
পোশাকটি আমাকে নিয়ে
উড়ে ঐ জ্যাম পাড় করিয়ে
খালি জায়গায় গিয়ে দাঁড়াবে,
নির্দেশনা মত আবার চলতে থাকবে ।

সামনে আছে নদী
আবার বাটমে টিপ দেব,
উড়ে নদীটা  পার হয়ে যাবে ।
চলতে চলতে একটা বড় মার্কেট পড়েছে,
বাটম টিপে উড়ে গিয়ে
মার্কেট পেড়িয়ে যাবো ।
এভাবে যেখানে প্রয়োজন হয়
অত্যাধুনিক -
পোশাক উড়োগাড়ি চালিয়ে যাবো,
আবার যেখানে প্রয়োজন
উড়ে নির্দিষ্ট স্থানে গিয়ে থামাবো,
এরপর নিজ গন্তব্যে  পৌঁছবো ।


(২)


ম্যাজিক পোশাকে থাকবে -
রকেটের সব যন্ত্রপাতি
সব রকম প্রস্তুতি,
এটি চালু করে
চাঁদের দেশে যাবো,    
গ্রহ, নক্ষত্র, তারকারাজি
সব ভ্রমন করে,
আবার পৃথিবীতে  ফিরে আসবো ।
তখন কী মজা হবে !
গায়ের সাথে উড়োগাড়ি
গায়ের সাথে রকেট ফিটিং,
যখন যেখানে ইচ্ছা  যেতে পারি
পৃথিবীটা আপন মনে ঘুরে দেখতে পারি !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।