তারিখ ঃ – ০৩-০৪-২০২২ ইং , সময় ঃ বিকাল – ৩-৫০ মিনিট ।


মাহে   রমজানের   শিক্ষা  , আদর্শ  ও  আমল  ।।


           মাহে রমজানের প্রকৃত শিক্ষা
সর্ব ক্ষেত্রে সংযম , সদা চরণ  ও  ত্যাগ-তিতিক্ষা
           এর প্রাপ্তি কেবল নয় তো উপবাস
আদর্শ ও ন্যায়-নীতির জীবন যাপন ই তার আসল কাজ ।


হতে হবে হালাল আহার , হালাল আয়
এর ব্যতিক্রমে সিয়ামের আদর্শ থাকে কোথায় ?
রোজা পালনে নিহিত মানুষের কল্যাণ
সৎ , সরল , সঠিক পথে আত্ম বলিদান ।


রমজানের শিক্ষা অন্যদের সাথে উত্তম আচরণ
নয় গালাগালি , অশ্লীলতা , ঔদ্ধত্য-দম্ভ , দমন-পীড়ন
এ পবিত্র মাসের অনুশীলন সেহরী , ইফতারী ও তারাবীহ    
এ পুণ্য কাজ থেকে উৎসারিত ভালোবাসা  ও মানবতার কাণ্ডারী ।।


এ মহিমান্বিত মাসে স্বেচ্ছায় সংগোপনে দান-খয়রাত করে অকাতরে
শান্তি ও সৌহার্দের বন্ধন বইবে ঘরে ঘরে
সিয়াম সাধনার সাথে চলে না মিথ্যা আর প্রতারণার আশ্রয়
যদি মিলে , তবে আপন সত্য সত্তার ঘটে চরম পরাজয়  ! !


সকল কর্মে- উদ্দেশ্য থাকবে  আল্লাহর সন্তুষ্টি লাভ
পরিপূর্ণ ইবাদতে করাতে হবে গুণাহ মাফ
সিয়ামের মাসে হয়েছে নাযিল পবিত্র কোরআন
এর নির্দেশনা মেনে চলাতেই দু’জাহানের মুক্তির সমাধান ।


  
সৎ ও আদর্শ জীবন চরিতের প্রশিক্ষণ ও দীক্ষা সিয়াম পালনে
সে আমল ও আখলাখের পূর্ণাঙ্গতা দিতে হবে সারা বছরে
রমজানের প্রতিটি আমলের অনুশীলন , সত্য-নিষ্ঠ পথের দর্পণ
সে পথে আজীবন নিজেকে করতে হবে সমর্পণ  ।।


শরীফ নবাব হোসেন ।