২০/০৩/২০২০, সময় – ৯-৩০ মিনিট


ছড়া কবিতা

মানবের   ক্ষমতার  অহমিকা   ! !


মানব শাসক, শোষক
ক্ষমতার নিবিড় তোষক
নির্যাতক, নিপীড়ক
সর্বাংগে উৎপীড়ক ।


সম্পদের পাহাড়
যা-তা করে আহার
যত্রতত্র বিহার
আমোদ প্রমোদের সমাহার ।


মানবের কান্ডজ্ঞানে নেই হুশ
ইচ্ছা  চরিতার্থে  বেহুশ
অন্য মানুষের হায় হায়
তার কী আসে যায় ?  


আকাশ, পাতাল, পাহাড়, সমুদ্র
সবখানে তার ক্ষমতার রুদ্র
ধরার সবকিছুই করেছে কব্জা
ভাল-মন্দে নেই লজ্জা !


মানবের আছে-
এটম ও পারমানবিক বোমা
অত্যাচারে নেই থামা
হাইড্রোজেন বোমাও  আছে  জমা,
চারিদিকে সতর্ক মারণাস্র,
তাক করানো ক্ষেপনাস্র,
শাসন-বাসনে কত শক্তি,
সৃষ্টিকর্তার প্রতি নেই ভক্তি ।


এর মাঝে আসলো
যমদূত করোনা
ভয়ে-ত্রাসে কাঁপে মানুষ
নিয়ে মৃত্যুর পরোয়ানা ।

করোনার কাছে হয়েছে কাবু
মানব যেন অসহায় সাবু
মরণের  চিন্তায়
খাচ্ছে  হাবুডুবু  !


ভূতল আজ দিশেহারা
মরণ ছোবলে পাগলপারা
যে মানুষ এত শক্তিশালী
হয়ে গেছে সে শূন্যের ডালি ।


তাই বলছি আদম
কেন করছো এত বড়াই ?    
ক্ষুদ্র একটি ভাইরাসের সাথেও
পারছো না করতে লড়াই !

এখন কাজে আসছে না
কোন আধুনিক মারণাস্র ,
অথচ ? একটু সুযোগ পেলেই,
মানবতাকে করো বিবস্র !  


সারা ভুবনে চলছে
মানুষসহ সৃষ্টির প্রতি অবিচার
কিন্ত, এক করোনা ভাইরাস
ভেঙে দিয়েছে মেরুদন্ড  সবার !


তাই নির্দ্বিধায় মানো –
পরমকরুণাময়  ও প্রকৃতির নিয়ম
পায়ে দলে নিঃশেষ করো
মানব জাতির সব অনিয়ম ।


শরীফ নবাব হোসেন ।