তারিখ ঃ – ০৯-০২-২০২২ ইং , সময় – রাত -৯-৩০ মিনিট ।


মানব   চরিত্রের   ছদ্মাবরণ ।।


মানুষ চেনা দায়
আসল মানুষ কোথায় পায়
হাজার রঙের মানুষ
ওড়াচ্ছে  হীন স্বার্থের ফানুস
চতুর্দিকে কপটের হিড়িক
সত্য মিথ্যের নেইকো নিরিখ
যে দিকে তাকাই , ঠকাঠকির কারখানা
সাজায় নানা রকম বাহানা ।


মানব মনের সহস্র রূপ
ঐ মূর্তি বুঝা দায়
নেতিবাচক স্বভাবের ভিন্ন তায়
নিজের পূত সৌরভ হারায় ।


মানুষের চরিত্র -  
কখনো হিংস্র
মারে বিষাক্ত ছোবল
কখনো কুৎসিত
করে সমাজের ক্ষতি
লোভ-লালসায় ভরা
যায় না তাকে চেনা
স্বার্থের নিমিত্তে
অতি সহসা হয় অচেনা  ! !


অপরিসীম চাহিদার হেতু  
অবলীলায় মনুষ্যত্ব  হারায়
বিচার , বিবেক-বুদ্ধি হারিয়ে
অন্ধকার  মার্গে পা বাড়ায়
সুখ-শান্তির মৃগতৃষ্ণার মায়াজালে
শুভ সত্তাকে দেয় জলাঞ্জলি
অন্তরে অশুভ প্রেতাত্মা বাঁধে বাসা
বিদায় নেয় ভালোবাসার ঢালী ।।


কে , কখন , কাকে ঘায়েল করে
এ চিন্তায় কুলমান সদা পুড়ে মরে
অনৈতিক স্বধন চরিতার্থে
সর্ব প্রকার করে অন্যায়
শঠতার চরম আশ্রয়ে
ভাসে পাতকের বন্যায় ।


শরীফ নবাব হোসেন ।


( কবিতাটি  শ্রদ্ধেয় অতি প্রিয় কবি গোপাল চন্দ্র সরকারের   ‘’ মানুষ  চেনা  দায় ‘’  কবিতার অনুপ্রেরণায় লিখা হয় । তাই আজকের কবিতাটি আসরে তাঁকে উৎসর্গ করলাম । )