তারিখ ঃ – ০১-১২-২০২১ ইং , সময় – রাত – ৮-৪৫ মিনিট ।


মানবতার   ব্যাপ্তি  ! !


মানবতা -------------
অভ্রের চেয়ে অধিক উদার
চন্দ্রমার তুলনায় অতুলন স্নিগ্ধ
তপনের চেয়েও উজ্জ্বল
লক্ষ তারকার ঝলমল কে মানায় হার
রত্নাকরের চেয়ে প্রভূত গভীর – মানবতা !  


মানবতা ----------------
রঙ্গনার চেয়েও মুগ্ধকর সুবাসিত
হেমন্তের শিশিরের চেয়েও অনুরাগে সিক্ত
সীমাহীন দিগন্তের প্রান্ত ছুঁয়েছে  তার দীপ্ত
মৃত্তিকার সহিষ্ণুতার আদর্শে সে পরিব্যাপ্ত
ভালোবাসার পরম মহানুভবতায় মানবতা প্রত্যহ উদ্ভাসিত ।


মানবতা ----------------
এটা আত্মার ঐকান্তিক পবিত্রতা
পূত -শুভ্র ধর্মীয় গুণে গুণান্বিত
মর্তের রয়েছে সীমা , মানবতার নেই পরিসীমা
স্থান , কাল , পাত্র , বর্ণ ও জাতের ঊর্ধ্বে ব্যঞ্জনা
মানবতা – অনন্তকাল স্বর্গীয় সৌন্দর্যের অনুপ্রেরণা ।।  


মানবতা --------------------
অযুত গুণের বিপরীতে সেরা গুণী
ক্ষিতির সমস্ত ঐশ্বর্য থেকে মানী
হী্রা , পান্না , চুনি , জহরত থেকে দামী
মানবের সকল প্রশংসনীয় চরিত্রের উপরে মূল্যবান
সৃষ্টিকর্তার অতি সুরূপ নির্মল বিধান ।


মানবতা ------------------
সব কিছুর আছে ক্ষয়
একদিন ভ্রংশ হয়
জীবন পরিক্রমায় ঘটে জয়-পরাজয় , বিপর্যয়
লাভ-ক্ষতির হিসেব-নিকেশ দুনিয়া ময়
মানবতার – নেই ক্ষয় , ভয় , লয় , বিন্দুসম  পরাজয়  ! !


শরীফ নবাব হোসেন ।