তারিখ ঃ – ২৩/০৭/২০২২   ইং ।


মানুষ  ,  প্রকৃতি  ও  বিধির    বিধান   ? ?


করতে চাইলেও পারে না
যা ভাবে তা হয় না
যা কাম্য নয়  , তা হয়ে যায়
সব প্রত্যাশা হয় না পূরণ
চাওয়া-পাওয়ার মিলে না হিসেব
তবুও পথ চলতে হয়  ।


কখন কী হয় ;  তা জানে না কেহ  
কখনো ভাল , কখনো মন্দ তা চেয়ে দেখ
অনেক সময় ঘটে এমন অনেক কিছু
তা কেউ করে না কল্পনা
সবকিছু হয় না নিজের মত
ভাগ্যের পরিহাসে ঘটে অনাকাঙ্ক্ষিত যত  !


এরপরও ধরতে হবে জীবনের হাল
পথ কোনটা বড় জটিল , কোনটা মসৃণ
কিন্তু , থেমে গেলে স্থবির হয়ে পড়বে ধরণী
মোকাবিলা করতে হবে কঠিন চলমান পরিস্থিতি
সমৃদ্ধির হেতু চালিয়ে যেতে হবে কাজ-প্রচেষ্টা
তাতে আসবে প্রত্যাশিত ফলাফলের সাজ ।


অদৃষ্টে যা থাকুক না কেন –
মানব কল্যাণে নেয়া চাই উদ্যমী উদ্যোগ
মনের মধ্যে প্রস্ফুটন ঘটাবে সুচারু প্রত্যাশা
সাধনা করা লাগবে একাগ্রচিত্তে
দৃঢ় প্রত্যয়ে নিজ দায়িত্ব ও কর্তব্য করবে সম্পাদন
তা হলে অনেক ললিত বাসনা হবে অর্জন  ।।


বাধা-বিপত্তি আসলেও থাকতে হবে সত্য ও ন্যায়ের পথে
আদর্শের বিচ্যুতি ঘটানো যাবে না যাতে-তাতে
বিধির বিধান হবে মানতে
প্রকৃতিকে হবে জানতে চিনতে
ভারসাম্য করতে হবে রক্ষা চাহিদা  , নিসর্গ ও প্রভুর মাঝে
তবেই শান্তি , সুস্থির ও নিরাপদ জীবন গড়বে ।।


  
শরীফ   নবাব  হোসেন  ।