তারিখ  : - ১০-০২-২০২৪  ইং ।


   মানুষের    শত্রু    মানুষ   ! !


শরীফ   নবাব    হোসেন ।


মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
এটা গানে আছে  
কথায় আছে  ।
আসলে কী এ কথাটা ঠিক  ?
বাস্তবে ,  মানুষ মানুষের যা করেছে ক্ষতি
বর্তমানেও করে যাচ্ছে
মানুষ মানুষকে করছে খুন
করছে গুম , লাঞ্ছিত বঞ্চিত  
মানুষের খুনের অমৃত পিপাসা  থেকে
পাচ্ছে না রক্ষা অপর মানুষ
কোলের শিশু ,  বৃদ্ধ ,  এমনকি গর্ভের বাচ্চা পর্যন্ত  !
মানুষ করে যাচ্ছে  মানুষের প্রতি  -
অন্যায় অত্যাচার অবিচার অব্যবহার
শোষণ নির্যাতন নিপীড়ন দমন-পীড়ন
ধর্ষণ ব্যবিচার বাস্তু চ্যুতি
যতরকম না অত্যাচার ।


পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত
মানুষ মানুষের যত বেশি করেছে ক্ষতি
অন্য কোন জন্তু জানোয়ার হায়েনা
বিষাক্ত সর্পের ছোবল
দৈত্য দানব প্রেতাত্মা
ক্ষতি কারক জীনপরী
কুমির হাঙর কীটপতঙ্গ
কেহ মানুষের এত ক্ষতি
বা চরম ধ্বংসলীলা চালায়নি  ! !  


সুতরাং ,  আমরা মানুষের লজ্জা থাকা উচিত  ।।
আমরা আমাদের কীভাবে মানুষ বলি  ?
বিবেক বিবেচনা বিচার বুদ্ধি
সভ্যতা মানবতা মনুষ্যত্ব
দিক বিবেচনায় আমরা মানুষ
যে কোন অতিশয় হিংস্র
জীব জন্তু জানোয়ারের চেয়ে
সহস্র অযুত গুণ অধম  
সকল প্রকার নষ্ট ও ভ্রষ্টের মূল  ? ?


শরীফ  নবাব   হোসেন  ।