২৩/১২/২০১৯, সকাল-৯-১২ মিনিট


মানুষ !


দুনিয়া সৃষ্টি মানুষের জন্য
প্রকৃতির সব নিয়ামত মানুষের ।
জীব-বৈচিত্র মানুষের কল্যাণে,
নদী, সমুদ্র, পাহাড়-পর্বত,
মরুভূমি, উদ্যান, বনভূমি,
সবই মানুষের নিয়ন্ত্রণে ।
সৌর জগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ-সূর্য,
তারকাপুঞ্জ, ধূমকেতু আরো
যা যা আছে সবই
মানুষের উপকারে আদিষ্ট ।


আলো, বাতাস,পানি,ফুল-ফল,
শস্যদানা,তরুলতা এসব মানুষকে
বাঁচিয়ে রাখার জন্য
সৃষ্টিকর্তার অপার ও অপরিসীম দান ।
অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা জীব ।
বিধাতা সব কিছুই সৃষ্টি করেছেন
কোন না কোন ভাবে মানুষের
কাজে আসার জন্য, এবঙ
সবই মানুষের নিয়ন্ত্রনাধীন করে দিয়েছেন ।


কিন্তু মানুষ কী দায়িত্ব পালন করছে ?
এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর ও বাসযোগ্য করার জন্য !
মানুষের যত ক্ষতি মানুষই করছে ।
সারা বিশ্বে বর্তমানে
দ্বন্দ্ব-হানাহানি, হিংসা-উম্মত্ততা,
বিদ্বেষ-বৈষম্য,জাতিগত নিধন,
দমন-নিপিড়ন, ধর্মী উম্মাদনা,
যুদ্ধ-বিগ্রহ চলছেই ।
এসব কান্ড কার জন্য, কী স্বার্থে !


মানুষই তো মানুষের শত্রু ।
শক্তিধর রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রের
উপর প্রতিনিয়ত আধিপত্য,
আগ্রাসন, দমন-পীড়ন ও
মানব হত্যা-যজ্ঞ চালিয়েই যাচ্ছে ।
এ হত্যাকান্ড থেকে শিশু, নারী, বৃদ্ধ,
গর্ভবতী, এমনকি প্রতিবন্ধী  কেহই
রক্ষা পাচ্ছে না, তারাই আবার
মানবতার কথা বলে চিৎকার করছে !


এর থেকে পরিত্রাণ পেতে হলে
সারা  বিশ্বের মানুষকে জেগে
উঠতে হবে । আওয়াজ তুলতে হবে
দুনিয়ার সব মানুষ এক,
আত্মা এক, পৃথিবী একটাই ।
মানুষের বাঁচার উপাদান গুলো
সারা বিশ্বে এক । অভিন্ন  সত্তায়
মানুষের সৃষ্টি । তবু কেন এত বিভেদ !
বিশ্ব মানাবতার এ শ্লোগান
পারমাণবিক বোমার  চেয়েও
শক্তিশালী হতে হবে ।
তুলতে হবে-
এক সু্র, এক আওয়াজ
মানুষ বাঁচাও, বিশ্ব  বাঁচাও
আগ্রাসন, বিতারন, হত্যাকান্ড বন্ধ কর
সকল অমানবিকতার বিরুদ্ধে  রুখে দাঁড়াও
ঘরে ঘরে মানবতার পতাকা উড়াও ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।