০৩/০৩/২০২০, সময়- ১০- ০০ টা


মহান নেতা বঙ্গবন্ধু  !


তাঁর আত্মায় ছিল বাংলা
সত্তায় ছিল বাংলা ও বাংগালী
অনুভূতিতে ছিল বাংলার সুখ-সম্মৃদ্ধি
জাগরণে ছিল বাংলার মাটি ও মানুষ !


তিনি ছিলেন স্বাধীন বাংলার স্বপ্নচারী, স্বপ্নদ্রষ্টা  
মানুষের কল্যাণ ছিল তাঁর নিরন্তর প্রচেষ্টা
ভেঙে চুরমার করে দিলেন শোষকের যত অপচেষ্টা  
বাংলার মানুষকে দিয়েছিলেন স্বাধীনতার  বার্তা  ।


দুঃশাসন, শোষণের  বিরুদ্ধে  ছিল তাঁর বলিষ্ট  কন্ঠস্বর
জননেতার ত্যাগ-তিতিক্ষা ও বাণী ছিল অবিনশ্বর
বাংলার আকাশ, বাতাস, শিশির, ধুলিকণায় অনন্ত  ভাস্বর
ঘোর অন্ধকার দূর করে আনেন নতুন সোনালী ভাস্কর !


তিনি ছিলেন সার্থক স্বদেশ বিনির্মাণের সফল কারিগর
জাগ্রত জনতার চেতনার বিদ্রোহী রুপকার
স্বপ্নে  বিভোর ছিল দূর করতে বৈষম্য, হাহাকার
তিনিই হলেন বাংলার আকাশে উজ্জল তারকা ।


আজীবন থাকবেন বাংলার মানুষের মণিকোঠায়
তিনিই বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমান
হৃদয়ে বহমান বাংলা তাঁর
তুমিই মুজিব অক্ষয় অম্লান ত্যাগের মহিমায় ! !


শরীফ নবাব হোসেন ।