তারিখ  ঃ -– ২৪/০৭/২০২২  ।


  মুহাম্মদ  ( সঃ )  এর   আদর্শ  ;  মর্তের   উদ্ভাসিত   মার্তণ্ড  ! !


রাসূল ( সঃ ) আল্লাহর মনোনীত দু’জাহানের রহমতুল্লিল আলামীন
তাঁর আদর্শ ই উজ্জীবিত একমাত্র মানবতার কল্যাণ
বিশ্ব ব্রহ্মাণ্ডে করেছেন সত্য-ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠা
অমানিশার অন্ধকার দূরে সরিয়ে দীপ্তিমান ধরা- তাঁর গড়া ।



মহা নবীর ( সঃ ) মাধ্যমে আসে মানবতার মুক্তি ও কল্যাণের সনদ আল কোরআন  
তারই অনন্ত পথ নির্দেশনার সরল সরণি আল হাদীস
এ পুণ্য ময় কোরআন ও হাদীসের আলোকে সাজালে জীবন
পরিবার , সমাজ , রাষ্ট্র ও মহীর মাথায় উড়বে প্রশান্তি এবং সু-সভ্যতার কেতন ।



মহা নবীর  ( সঃ ) জীবন দর্শন বাস্তবায়ন ই দিতে পারে  একটি সুশোভন পৃথিবী
যেথায় সকল জনের অধিকার নিশ্চিত হবে ,  মানলে ইসলামের নির্মল বিধি
তাঁর আমলের অনুপম জীবন চরিত ই ইসলামের বৈষম্য হীন পূর্ণাঙ্গ বিধান
যার অনুশীলনে হয়েছে  , হবে সকল কুৎসিত , পাপাচার ও অশান্তির তিরোধান ।।  


শরীফ  নবাব   হোসেন  ।