০২/০৭/২০২০ ইং , সময় – রাত – ৭ – ৪৫ মিনিট


ময়লা  কুড়ানী  । ।


সকালে বের হয়
সন্ধ্যায় ফেরে বাসায়
সারাদিন ময়লার ভাজে স্তূপে স্তূপে
নানা রকম জিনিস খুঁজে বেড়ায় ।  


নিজের মতো ঘুরে , দৌড়ে
আর পরিত্যক্ত  দ্রব্য তালাস করে
কারো সাথে বলা লাগে না , কোন কথা
কেহ বুঝে না তাদের মনের ব্যথা ।


যা পায় তা বস্তায় ভরে
কিছু জমলে বিক্রি করে
এটা দিয়েই সংসার চলে
বাড়তি কোন টাই নাহি মেলে ।


আয়-রোজগার বলতে এটাই  
গতরে খেটে পেটে খায়
অসুখ-বিসুখের নেই তোয়াক্কা
যে দিকে যায় খায় ধাক্কা  ।


আবাস বলতে ঝুপড়ি-ঝাপরি  
স্টেশন , রেল লাইন বা ব্রিজের  নিচে বসত  বাড়ি
পানি , গোসল , টয়লেটের  নেই কোন ব্যবস্থা
নিত্য দিন চলে সারে তিনে বেহাল অবস্থা  ।


ছেলেমেয়ের লেখা-পড়ার নেই খবর
চলে তারা তদারকি ছাড়া বেখবর
আচার-অনুষ্ঠানের নেই কোন ঝামেলা
দিন আসে দিন যায় , সকাল , দুপুর , সন্ধ্যা ।


জীবনে তাদের না আছে বিশেষ চাহিদা , আকাঙ্ক্ষা
উনো ভাতে চলে সংসার , দুঃখ-দৈন্যে ভরা মনটা
এভাবে ঘুরতে থাকে জীবনের চাকা
চারিপাশ টা পড়ে থাকে অন্ধকারে  জমাট ফাঁকা ।


আত্মীয়-স্বজন , প্রিয়জন , বন্ধু-বান্ধবের থাকে না বাহার
জীবনে ভরা হতাশা , দুঃখ-দুর্দশা  আর দৈন্য তার পাহাড়
চলার পথে পাড়ি দিতে হয় অন্তহীন বন্ধুর পথ
থাকে না ভাবনায় নিজস্ব কোন চিন্তা ও মতামত !        


শরীফ  নবাব হোসেন  । ।