তারিখ ঃ – ০৭-০৯-২০২১ ইং , সময় – রাত – ৭-০০ টা ।


মজ্জাগত  অন্যায় ।।


জুলুম বাজরা অহর্নিশি
দেয় মানুষ কে কষ্ট
অধিকার  কেড়ে নিয়ে , সুখ করে নষ্ট ।
জুলুম বাজদের কাজ
জন-মানবের সর্বনাশ
নিজের ভালে ও জমে সকরুণ পরিহাস !


  ঘুষখোর যে সর্বদা –
অন্যের মাথায় বারি দেয় সে
অবৈধ পন্থায় অর্থ হাতিয়ে নেয় ।
ঘুষখোর গড়ে অঢেল সম্পদ
সুখের স্বপ্নে  পাড়ি দেয় পথ
অন্ধকারের পাপে ডুবে তাদের ভবিষ্যত ।


হয় যারা হর হামেশা অবিবেচক
সুবিচারের ধার ধারে না তারা
স্বার্থের ধ্যানে দিন করে পার ।
অবিবেচক নিত্য করে পরের ক্ষতি
অন্বেষণে ক্ষণে ক্ষণে আপনার সদ্‌গতি
পরিশেষে , অভিশপ্ত জীবন ই তাদের সাথী ।।


স্বার্থপর চিনে না আপন পর
লাভে লাভে বাঁধে ঘর
অশেষ লোভে চির  হরিহর ।
স্বার্থপর শুধুই করে পাবার চিন্তা
দিবানিশি চলে তার কুৎসিত ধান্ধা
এক সময় অদৃষ্টে জুটে অশুভ ডাণ্ডা ।


জুলুমবাজ , ঘুষখোর , অবিবেচক , স্বার্থপর
তারা আদম সন্তান কে জ্বালায় জীবনভর
বেলা শেষে- অভিশাপে ধ্বংস হয় তাদের শখের ঘর ।


অপরের সুখ-শান্তি করলে নষ্ট
নিজে ভ্রান্তি তে পড়ে অপরিসীম পথভ্রষ্ট
তাদের ললাটে বিঁধে সীমাহীন কষ্ট ।


শরীফ নবাব হোসেন ।