তারিখ ঃ – ১৬-০৮-২০২১ ইং , সময় – রাত – ১০-১৫ মিনিট ।


মন   যাহা  চাই ।


দিয়ে যাবো শশীর মমতা
মেদিনী মার্তন্ডের  কিরণ বিতরনের সমতা
আঁধার রাতে জ্বালাবো জোনাকির আলো
উদার আকাশের ধারায় বাসবো ভালো ।


দিতে চাই বৃক্ষ-তরুর মতন ছায়া
বনানীর বনশ্রীতে নিবিড় মায়া
কাদম্বিনীর স্পর্শে শীতল করবো সবার কায়া
স্রোতস্বিনীর ধারাল স্রোতে জড়িয়ে দেব প্রশান্তির মায়া ।


ফুলের শোভায় বিলিয়ে দেব অনুপম সৌন্দর্য  
মাধবী লতার মাধুরীতে জড়িয়ে দেব মাধুর্য
সুবিস্তৃত  শ্যামল প্রান্তরের অনুরূপ দেব প্রাচুর্য
আত্মার শান্তির জন্য জল যেমন অপরিহার্য ।


প্রবল ইচ্ছা মাটির ন্যায় হবো ধৈর্যে মহৎ
বাতাসের আবেশে ভরাবো জগৎ
স্পৃহা , মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ সুবৃহৎ
অন্তরের শুভ্রতা দেবো সবাইকে , যেমন সিত হিমালয় পর্বত  ।।


শরীফ নবাব  হোসেন ।