তারিখ ঃ – ০৫-১১-২০২১ ইং , সময় – বিকাল – ৪-৩০ মিনিট ।


মন   নয়  কেন   এত   বৃহৎ  ?


দ্যুলোক অন্তহীন বৃহৎ
ভূতল মেলা বিস্তৃত
সমুদ্র বক্ষ অপরিসীম বিশাল
পর্বত  অতীব সুউচ্চ
মানুষের মন কেন এত ছোট  ?


বাতাস নিরবশেষ ছড়িয়ে যাচ্ছে প্রশান্তি
ময়ূখ দানে পৃথিবী ময় উৎফুল্লতার রোশনাই
অপ্‌ অবারিত সতেজ রাখে জীবন
পশু-পাখপাখালি , বৃক্ষ-লতা নিজ কে নিঃশেষ করে আপ্রাণ
সৃষ্টির শ্রেষ্ঠ রা কেন এত বেশী স্বার্থপর অকারণ  ?  


জীববৈচিত্র ; বৈচিত্রময় সাজে সাজায় বসুন্ধরা
পরিবেশ-প্রতিবেশ জীবন উজ্জীবনের নিরলস সহায়হক
নভোমণ্ডল , ভূমন্ডলের সুচারু ছাদ স্বরূপ
মাঠ , ঘাট , ধূলিকণা , দিগন্ত মানবের সঙ্গী অনন্ত
তবে , শ্রেষ্ঠ জাত যারা , তারা কেন করে আপন ভুবন অশান্ত  ?


মন হলে ছোট -----------
আকাশ পাতালের বিশালতাও ছোট
প্রাণ যদি হয় সৃষ্টির সুন্দরের মতো
সে প্রাণ ছাড়িয়ে যায় অসীম প্রশস্তকে ও ততো
তাহলে , অন্তরাত্মা কে কেন করব না দেদার মহৎ- সে মনের মতো  ! !


শরীফ নাবাব হোসেন ।