৩১/০১/২০২০, সময় – ১১-০০ টা


মন  রে !  ও  মন  ! !



মন ! চিত্র, বিচিত্র, রং-বেরং
দ্রুত খোলস পাল্টায়, রং বদলায় ।
এখন এটা চায় ! একটু পরে আরেকটা চায় !


মন নস্টালজিয়ার দিকে ধাবিত হয় বেশী !
চায় সংগী ললনা এলোকেশী ।
সে বিচরণ করে মনের মানুষের কাছে ।
বিচরণ করে স্বপ্নে !
কল্পনার নীল সাগরে ভেসে বেড়ায় সে অন্তহীন ।
স্বপ্নচারিতা অনেক বেশী  পছন্দ  করে মন ।


সে কাছে পাবার চায় শুধু রঙীন মানুষ
রঙীন কিছু, রাঙ্গা চাঁদ, রাঙ্গা সূর্য ।
মিষ্টি হাসি, মিষ্টভাষী, ভালোবাসা রাশি রাশি
থাকতে চায় সাথে সতত ভালোবাসাবাসির ।
স্পর্শে  আন্দোলিত হয় প্রেয়সীর  ।
মন চায় অসীম শান্তি, স্বস্তি,
কমনীয়তা, মোহনীয়তা, আবেগময়ী সাহচর্য
সে লাবণ্যময় চমৎকারিত্বের পূজারিনী !

মন চায় অনাবিল -
আনন্দ, স্ফূর্তি, চমক-ঠমক, বাহুল্যতা,
বিলাসিতা, তোষামোদ, পদলেহন, সুস্থির  সুবাতাস
সে চায় তার মনের মত  পরিস্থিতি ও পরিবেশ ।


সে চায় ক্ষমতা, অধিকার
চাওয়া-পাওয়াটা মুখ্য তার
সুবিধাটা তার, সুখ-ভোগটা হবে তার
পরের জন্য ছাড় দিতে মন করে অস্বীকার !


কখনো মন বিষন্নতায় ভোগে !
কি করবে না করবে পায় না দিশা
কোন কিছুই তার লাগে না ভালো
সব কিছুতেই তার আনমনা, অগোছালো
কাজের ব্যস্ততায় হয়তো বিষন্নতা কেটে, পেতে পারে  আলো ।


কম, মধ্য ও প্রবীণ বয়সী
সব ধরণের মনই মনে করে,
এর বয়স এখনো কম
সে অনেকদিন বাঁচবে ।  
মৃত্যু যে খুব নিকটে তা সে ভাবে না
এজন্য পৃথিবীটাকে  তার নিজের করে পেতে চায় !


মন চায় সবসময়
প্রীতিময় ভালোবাসা, প্রেম, স্নেহ, মায়া-মমতা,
চায় মনো পূর্ণ  স্বাধীনতা , সবিই হবে তার
কিন্তু  দিতে চাই না  স্বাভাবিক ও স্বতস্ফূর্তভাবে ,
অন্যের বেলায় ভোগ, বন্টন ও অধিকারের  সমতা !


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।