তারিখ  ঃ -– ২৯/০৭/২০২২  ইং  ,  সময় ঃ রাত - ৭-৫০  মিনিট  ।


মসজিদ ঃ


সর্বাধিক পবিত্রতম স্থান
বিরাজিত থাকে সুশৃঙ্খল অবস্থান
চলে একমাত্র আল্লাহর আদেশ
থাকে না কোন রূপ হিংসা-বিদ্বেষ  ।


ব্যক্তিগত খায়েশের নেই বালাই
বাদশা-ফকির অধিকারে সমান সবাই
আলাদা মান-মর্যাদার নেই ব্যবস্থা
সকলের ই এক সমান অবস্থা  ।



আগে আসলে আগে বসে  
পরে আসলে পরে
পূর্ণ গণতন্ত্রের হয় অনুশীলন  
পেশী শক্তি আর ক্ষমতার হয় না আস্ফালন ।


কারো নিকট কিছু নেই চাওয়ার
প্রভুর দরবারে একান্তই প্রার্থনা মাগে
এখানে বসে আঁখি মুদিলে
পাপ-পুণ্যের হিসাব হৃদয়ে জাগে  ।


এখানে নেই হৈ চৈ , হট্টগোল , বিশৃঙ্খলা  
জায়গায় সারি সারি , মানে শৃঙ্খলা
ধনী-গরীব সবাই এক কাতারে
মানবতার সুচারু শিক্ষা প্রত্যেক ই নিতে পারে  ।



মুসল্লিদের আনুগত্য কেবল সৃষ্টিকর্তার কাছে
যার যার ইবাদতে মশগুল আছে
এখানে চলে না কোন আইন বান্দার
চর্চা হয় শান্তি , সাম্য ও ভালোবাসার ।


মসজিদে শিক্ষা-দীক্ষা হয় ত্যাগের  
শপথ নেয় হালাল পথ ও সত্য-ন্যায়ের
ভাবনা-চিন্তা বিসর্জন দেয় ভোগের
ধ্যান , বন্দেগী একাগ্র চিত্তে আল্লাহর একত্ববাদের  ।।


সমাজ ও ব্যক্তি জীবনেও যদি এভাবে -  
নিয়ম-শৃঙ্খলা , সততা ও ভালোবাসার হয় বাস্তবায়ন
স্বর্গের নিরবধি শান্তি এসে ধরা দেবে
পারিজাত মাধূর্যের  হবে চূড়ান্ত রূপায়ণ  ! !


শরীফ  নবাব  হোসেন ।