০৪/১২/২০১৯, রাত-১০-৪২ মিনিট


মূল্যবোধের অবক্ষয়


মূল্যবোধের অবক্ষয় ঝাঁকিয়ে বসেছে ঘাড়ে
কে নেবে দায়িত্ব  তারে সরাবার তরে
সবাই চায় শুধু আপনার লাভ
ভাল-মন্দের নেই বাচ-বিচারের ভাব
লোভের বশে অন্ধ সবাই
কাকে মেরে কার আগে কে খায়
কে হাঁটে কোন পথে তার দিশা নাই
অবক্ষয়ের চরম সীমায়, যে দিকে তাকাই ।


মূল্যবোধের অবস্থা দিন দিন ক্ষয়িষ্ণু
মানব পঙ্কিল চাহিদার মাত্রা অতি বর্ধিষ্ণু
রাতারাতি হতে চায় হাজার অংকের কোটিপতি
মোটেও ভ্রুক্ষেপ নেই, দেশের হবে কোন গতি ।


দেশ যাক, মানুষ যাক গোল্লায়
সমাজ পড়ুক সর্বনাশের পাল্লায়
আমার হতে হবে সম্পদের পাহাড়
দেখাতে হবে আকাশ সমান  ক্ষমতার বাহার ।


করছে হী্ন-রা নেশা-মাদকের বিস্তার
তরুণ-যুব সমাজের নেই  নিস্তার
খাদ্যে ভেজাল, দিচ্ছে মরণের বিষ
ঔষুধে নকল, টাকায় মত্ত অনিমিষ
  ছাত্রদের ঠেলে দিচ্ছে  নোংড়ার রাজনীতি
পড়ালেখার বেলায়ও ব্যবসার বেসাতি ।


অফিস-আদালতে চলছে উৎকোচের খেলা
সুযোগ-সন্ধানিরা করে অন্যায় কাজের মেলা ।
নিত্য পণ্যের দাম বাড়িয়ে করছে শতগুণ
সাধারণ মানুষের মনে হাহাকারের আগুন
রাস্তায় দেখি যানবাহন  হোতাদের অনিয়ম ও দৌরাত্ম
পথচারী ও যাত্রীদের কিছু বলার অসামর্থ
সব কাজেই থাকে যদি অপরাধ প্রবণতা
এটা নয় কী জঘন্য মানবতা !


এমনি করে যাচ্ছে যাক দিনের পর দিন
শোধ করতে পারবো কী দেশ মাতার ঋণ ?
এভাবেই চলতে থাকলে মূল্যবোধের অবক্ষয়ের জয়গান
ঘুনে ধরা কাঠের মতো জীবনের হবে অবসান ।

শরীফ নবাব হোসেন, স্যাম্ব,মীরবাড়্‌ দেওয়ানহাট ।