0৩/১২/২০১৯, রাত- ৮-৩০ মিনিট


মূল্যবোধ !


বন্দি পাখির মতো খাঁচায়
ছটফট করছে ।
মু্ক্ত আকাশ তার কল্পনার অতীত,
মনের কথা কাউকে বলতে পারছে না
চারিদিকে বৈষম্যের কালো হাত ।


হাহাকারের প্রতিধ্বনি পাহাড়ে গুমরে মরছে,
মরুভূমিতে পিপাসায় কাতরাচ্ছে,
মরিচীকার পেছনে ছুটছে অন্তহীন,
লোভাতুর বিষাক্ত থাবা নিরন্তর বিস্তার করছে,
হিংস্রতা রাজত্ব করছে মানবতার উপর ।


প্রতিনিয়ত  সে নীল সমুদ্রে হাঙ্গরের মুখে
গহীন অরণ্যে হিংস্র জন্তু - জানোয়ার
তাকে ঘিরে রেখেছে ,
বিষাক্ত সর্পরা বার বার ছোবল মারছে,
অসহায় সে চিৎকার করে বিলাপ করছে ।


বর্তমানে মূল্যবোধের ও একই অবস্থা !
সব দিক থেকে সে আক্রমণের স্বীকার,
গ্রহ, নক্ষত্র, আকাশ, পাতাল, গভীর সমুদ্রে
কোথাও এর একটুকু স্থান নেই
মানবতা আজ চরমভাবে পরাজিত !


মূল্যবোধ আজ শিকল পড়া শৃঙ্খলিত
মানব একে বিতারিত করেছে দুনিয়া থেকে,
গলা টিপে হত্যা করেছে অনেক আগেই,
তার বিকাশের পথ রুদ্ধ মহাকাশের কৃষ্ণ গহ্বরে,
মূল্যবোধ কী জেগে উঠবে আবার কোনদিন ?


নাকি ডুবন্ত জাহাজের মতো নিমজ্জীত হয়ে যাবে
আটলান্টিকের হিম শীতল অতলান্তে,
যদি তাই হয়
মানব জাতি ধ্বংস হয়ে যাবে,
পৃথিবী থেকে বিলু্প্ত  প্রায় প্রজাতির মতো !



শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মিরবাড়ী, দেওয়ান