তারিখ ঃ – ০৯/০৩/২০২১ ইং , সময় – সন্ধ্যা - ৬-৫৫ মিনিট


                 নারী ।।


         ( ষোড়শী কবিতা )


নারী গৃহলক্ষ্মী , বিদুষী জননী , মায়াবতী
সব কাজে আনতে পারে শাণিত অগ্রগতি
ঘরে বাইরে নারী কর্মযজ্ঞে র অধিপতি
বিন্নাসিত ধারায় পারে সমাজের শ্র্রীবর্দি  ।
বামা-পুরুষের সম্মিলিত প্রয়াস সৌন্দর্য
মনের বন্ধনের সমঝোতা অপরিহার্য  ।
রমণী ভুবনে অসীম বিজয়ের প্রতীক
স্নেহ-মমতার আবেশে দীপ্ত  কল্পনাতীত ।


শিক্ষা সমাজ গঠনে রামা  হবে অগ্রগতি
পরিবার থেকে জাতির বিকাশে মধ্যমণি
জায়া সুশোভন আদর্শের আলোক বর্তিকা
প্রেমাকুঞ্জের  স্নেহাশীষ স্পন্দনের  নন্দিতা ।
প্রলয় , শ্রেয় সৃষ্টির  সে অনিন্দ্য কর্ণধার
কামিনী মেদেনীর সব সুকান্তের আধার
তনুজা মরু হৃদয়ে বহায় প্রাণ সঞ্চার
নিষ্প্রভ পায়ে দলে আনে সুশ্রীর সমাহার !


শরীফ নবাব হোসেন ।


( এ কবিতায় মোট ১৬ লাইন , প্রতি লাইনে মোট ১৬ বর্ণ ।। )