তারিখ   :  -  ২৭/০৫/২০২৩  ইং ।


নেই    কোন    নিশ্চয়তা  :


শরীফ  নবাব   হোসেন  ।


এ ভালো ,  এ মন্দ
এখন সুস্থ
পরক্ষণেই অসুস্থ  ।


কোন কিছুরই
নেই নিশ্চয়তা
ভালো  জানেন শুধু বিধাতা ।


দেহ ও মনের ------------
নেই গ্যারেন্টি
সেকেন্ডেরও নেই  ওয়ারেন্ট টি  !!


কী হবে  কী হবেনা
তা কেউ জানে না
কেন সুন্দর মসৃণ পথে চলি না ?  


জীবন টা একটা রেললাইন
এদিক সেদিক হলেই
দিতে হয় অসীম ফাইন ।


জীবন টা কাঁচের মতো ভঙ্গুর
একটু আঘাতেই
নিমেষে ভাং চুর !!


জীবন টা বরফ
খানিকটা তাপেই
গলে তা শরবত ।


জীবন টা বৈচিত্র্যময় ঋতু
ক্ষণে ক্ষণে রং বদলায়
যেমনটা কারখানার কাঁচা ধাতু  ।।


জীবন টা বাগানের  ফুল
ফোটে আর ঝরে
যেন সবকিছুই তার ভুল ? ?


শরীফ   নবাব   হোসেন  ।