তারিখ  ঃ  - 04/03/2023  ইং  ।


নেক   আমল  সাথে   বদ   কাজ   ?  ?


আমরা কায়েম করি সালাত বা নামাজ
পালন করি সাওম বা রোজা
আদায় করি যাকাত
পবিত্র ভাব-গম্ভীর পরিবেশে
অশেষ ত্যাগের বিনিময়ে পালন করি হজ্বব্রত
মুখে জপি আল্লাহ ও রাসূলের ( সঃ ) নাম
এবং
কলেমা ও মুখে পড়ি , অন্তরে বিশ্বাস করি  ।।


সে একই মানুষ বা ঐ আল্লার বান্দা
গ্রহণ করি ঘুষ যার ভদ্র নাম উৎকোচ
ফাইল করি গায়েব
করে যায় সুদের ব্যবসা
করছি হর হামেশা অসীম দুর্নীতি
মানুষকে ফাঁসিয়ে , ঠেকিয়ে , ঠকিয়ে নিত্য করি আয়
মন-মগজে সর্বদা অবৈধ উপার্জনের ধান্ধা  ! !


যে কোন ধর্মীয় ও সামাজিক উৎসবে
অধিক মুনাফা লাভে বাড়িয়ে দেই পণ্যের দাম
কৃত্রিম সংকট তৈরি করেও বাড়ায় মূল্য
ওজনে কম দেয় , ভেজাল মেশায়
করে থাকি দেশ ও জাতির সম্পদ আত্মসাৎ
ও রাতারাতি বনে যায় সহস্র কোটিপতি
মানুষের প্রতি করি না সুবিচার বা ন্যায় বিচার  ।।


কিন্তু কেন   ? ?
এভাবে একই সাথে
নেক আমল  ও বদ কাজ চালিয়ে যায় সমানে ।
বাস্তবে , তা তো হবার কথা নয়
ইসলামের হুকুম -
ইবাদত কবুলের জন্য হালাল আয় পূর্ব শর্ত   ;
তারপরও , আমরা ইবাদত ও করি
আবার করে যায় সকল রকম গর্হিত কাজ
এটা সম্পূর্ণভাবে মহান রব ও  প্রিয় নবীর ( সঃ )
আদেশ-নিষেধের পরিপন্থী  ।।


সব ধর্মের ই মূলনীতি ও আদর্শ একই রকম –
পাপ কাজ ও পুণ্যের অনুশীলন
চলতে পারে না একই সাথে ,
এমনকি ঢলের সময়ও নদীর ময়লা পানি
এবঙ
পরিষ্কার পানি মিলেমিশে চলে না একসাথে   ।।


শরীফ  নবাব  হোসেন  ।