তারিখ ঃ – ০২/০৪/২০২১ ইং , সময় – রাত – ৮-০০ টা ।


নেতা  এবং  ক্ষমতা ----------- ?


যার যেমন হোক
যে যেখানে যাক
যে যেমনি পারে থাক
যে যেমন দিন কাটাক
যারা যেভাবে মরুক
জীবন চরকা যেভাবে ঘুরুক
কেউ বা কোটি অর্থ-সম্পদে তরুক
ভরা পেট আরো ভরুক
কেহ খাদে পড়ুক
কেউ বা আবার রুই বোয়াল ধরুক  
কেহ হোক নিঃস্ব
কারো সম্পদ লুণ্ঠনের চরিত্র বীভৎস !


মানবতা গুম্‌রিয়ে কাঁদুক
অসহায়দের দু’হাত পেছনে বাঁধুক
যে যেমনি আখের আটি গুছাক
মহা আরাম-আয়েশে তাদের দিন যাক
কেউ নির্যাতিত হোক
কেহ বা সদর্পে  নির্যাতন চালাক
বিচারের বাণী বিলাপ করিয়া কাঁদুক
বিনা বিচারে মানুষ মরুক  
কেহ পাক আঙ্গুল ফুলে টাকার গাছ
কারো কারো নির্বাক  মাথায় হাত
চাটুকার-তেলবাজের দৌরাত্ম্য
সাধারণ নিরীহ লোকজনের অসহায়ত্ব
সব মিলে মানুষ বেসামাল
নেতারা ও তাদের ক্ষমতা থাকা চাই বহাল ?


শরীফ নবাব হোসেন ।  


(  আজকের কবিতা টি প্রিয় গুণী কবি গোপাল চন্দ্র সরকার  এর ০২/০৪/২০২১ ইং এর  ‘’ ক্ষমতা –ব্যঙ্গ ‘’  কবিতার মন্তব্যের কলামে  অনুপ্রাণিত হয়ে  লিখা । তাই আজকের কবিতা টি আসরে আমার প্রিয় কবিকে উৎসর্গ  করলাম ।।