তারিখ ঃ -  ০৪-০৮-২০২২  ইং ।


নেতার   স্বভাব-চরিত্র
( স্বদেশ  ও   আন্তর্জাতিক   নেতা  )  ।।



সব নেতার একই স্বভাব  
মূল্যবোধের বেলায় বড়ই অভাব
যা বলে তা করে না
জনগণের ধার ধারে না
মিথ্যা প্রচারে জোর বেশী
কার্যসিদ্ধি তে পাকা  রাত্রনিশি
অহরহ অবলীলায় ফাঁকা বুলি
ছাড়ে মাঠে-ঘাটে দিল খুলি  ।।


মুখে মুখে জনসেবা  
অন্তরে জনগণ কে ঠাসা
মুখে জন দরদী
কাজ-কর্মে জন বিরোধী
প্রকাশে প্রচারে মানব কল্যাণ
সতত ঘটায় শত অকল্যাণ
মুখে ঢের গণতন্ত্র
মন-মগজে  , কার্য বাস্তবায়নে স্বৈরতন্ত্র  ।



কথায় বলে মানুষের কথা
কিন্তু , দিয়ে থাকে ব্যথা
মুখে করে বেড়ায় পরোপকার
নিজের আত্মায় নেই আচার বিচার
মুখে বলে নিয়ম-নীতি
আপনি গায় অনিয়মের গীতি
মুখে  মুখে  আইন-কানুন
চর্চায় আইনের কথা ভুলে বেমালুম  !  



এদের কাছে ক্ষমতা আর টাকাই বড়  
অন্যায় অবিচারে মস্ত বড় সড়
ঋণ নিলে দেয় না ফেরত
সুইস ব্যাংক টা  তাদের নিরাপদ আড়ৎ
দেশের অর্থ-সম্পদ অবৈধ নেই কাড়ি
বিদেশে আমুদে বানায় গাড়ি বাড়ি
দেশের জনগণের সম্পদ করে লোপাট
সুযোগ বুঝে বিদেশে দেয় চম্পট  ।



দ্রব্যমূল্য দিনে দিনে সীমাহীন  বাড়ে
তাদের টনক কিঞ্চিত ও নাহি নড়ে
বরং , নানা সিণ্ডিকেটের সাথে তারা জড়িত
জনগণের দুঃখ-কষ্ট বাড়লে বাড়ুক অবারিত  ।।



দেশের নেতা  ,  আন্তর্জাতিক নেতা সবার একই চরিত্র  
নিজের টা যেমন তেমন , মানুষের অধিকার করে অপবিত্র
মুখে বুলি আওড়ায় নিরন্তর আদর্শের
নিজের জীবনটা হরহামেশায় গড়ে অনাদর্শের
সর্বদা সর্ব ক্ষেত্রে জ্ঞান দেয় সত্য ও ন্যায়ের
আপন ভুবনের কর্মকাণ্ড ঘেরা অসৎ-অন্যায়ে
এভাবেই কেটে যায় নেতাদের দিনকাল
কথায় ও কাজের মিলা মিলে বিস্তর আকাল  ! !


শরীফ   নবাব  হোসেন  ।