তারিখ ঃ – ২০/০৬/২০২১ ইং , সময় – বিকাল – ৩-৪৫ মিনিট ।


নিসর্গের    লাবণ্য ।।

অম্বরতলে লক্ষ গ্রহ তারা
শশীর হাসিতে জগৎ সারা
মুক্ত গগনে পাখিদের উড়া
নীলিমায় কৃষ্ণ-শুভ্র নীরদ ভাসা ।
দীঘিতে ফোটা পদ্ম
তটিনীর বহমান স্রোত
পাখির মুখরিত গান
সবুজ পত্র-পল্লবের শোভিত তান ।


ক্ষেতের রকমারি ফসল
প্রান্তরে দোলায়িত শস্য শ্যামল
ধান ভুঁইয়ের মাঝে মেঠো পথ
ঘাসের ডগায় শিশির ভেজা অনুভব ।
দূর বন-জঙ্গলে শেয়ালের ডাক
কল্লোলিনীর ঢেউয়ে কিরণমালীর বাঁক
পল্লীর পথে কিশোরের উড়ানো ধূলি
শিশুর হাসিতে অস্ফুট বুলি ।


শাখীর ঝির ঝির বাতাসে আকুল
শিখরীতে ঝুলে শোভা দেয় ফল
ঝোপঝাড়ে অচেনা হরেক ফুল
অরণ্যানীতে বন্য প্রাণীরা হরষে খায় দোল ।
এসব অবিনাশী সুন্দরের প্রতীক
সৃষ্টিকর্তার  অপার অমলিন দান
পরিবেশের নিত্য নির্ভেজাল উপাদান
ধরিত্রীর জীববৈচিত্র রাখে অম্লান ।


শরীফ নবাব হোসেন ।