তারিখ ঃ- ০৫-০৩-২০২২ ইং , সময় –রাত – ৮-৩০ মিনিট ।


নিয়তির  খেলা ?


অনেকেরই -
টাকা পয়সা
জমা জাতি
ধন-সম্পত্তি
প্রচুর আছে  ,
কিন্তু ----------
নেই মুখের রুচি
অসুখে ভারাক্রান্ত
মন-মেজাজে পরিশ্রান্ত
চেয়ে চেয়ে কেবল দেখে
পারে না খেতে
রসনা বিলাসে মেতে ।


আবার , কত জনার  
নেই টাকা-কড়ি
স্বর্ণালংকার ভরি ভরি
নেই জায়গা-জমি
ব্যবসা-বাণিজ্যের ছড়াছড়ি  ,
তারা রিক্ত – নিঃস্ব
হৃত-দরিদ্র
দিনে আনে দিনে খায়
কখনো সকনো উপোসে
যায় দিন মাথা পেতে  ।
কিন্তু , তাদের মুখে আছে
পরিতৃপ্তির রুচি
শরীর স্বাস্থ্য ভাল
কর্মঠ ও উদ্যমী ,
কিন্তু , তারা নানা রকম
সুস্বাদু খাবার খেতে চাইলেও
অর্থের অভাবে
পারে না খেতে ?


ধরাধামে কারো কারো  
বহুত পরিমাণ অর্থ-বিত্ত থেকেও
পারে না ইচ্ছা মত খেতে  ,
আবার কারো কারো
না থাকা বা অভাব-অনটনের
কাল চক্রে পড়ে
পারে না উদর ফূর্তির তৃপ্তি  পেতে !


এ আহারের প্রশান্তিতে  
মেতে উঠতে
পারা না পারার মধ্যে
কী অপূর্ব ভারসাম্য
কী সুন্দর অন্ত্যমিল !
সবই বিধির অমোঘ বিধান
বিশ্ব নিয়ন্তার চরম
ভাঙা-গড়ার খেলা ?


শরীফ নবাব হোসেন ।