তারিখ ঃ – ১৯/১১/২০২১ ইং , সময় – রাত – ৭-০০ টা ।


নন্দনের   বন্ধন ।।


পার্ক টির নাম নন্দন
করোনা কালে  রত ছিলো ক্রন্দন
দর্শকের সাথে ছিল না বন্ধন ।


কমলো এখন করোনা
দর্শকের ভিড় সয় না
ভ্রমনে আসে কত সখিনা , জরিনা , ময়না ।


নন্দনে  কপোত কপোতির আনাগোনা
রোমাঞ্চে হয় প্রেমের লেনাদেনা
বিদায় বেলায় ; আহা কী বিরহ-বেদনা ।


পার্ক নন্দনে চলে হরেক রকম হাস্য রস , নৃত্য-গীতি
চারি ধারে শোভিত কুঞ্জ ছায়া বীথি
ফাঁকে ফাঁকে প্রেমিক খোঁজে অন্তরের প্রেয়সী !


এখানে নানা জনের নানা রূপ-রস , ঢং
কেউ সাজে মনের আনন্দে সং
আবার অনেকে কাটায় সময় করে চং ভং ।।


এসব জায়গায় অহেতুক অহরহ অপচয়
যেথায় মানব সমাজের নেই কোন কল্যাণ
তার থেকে বঞ্চিত-দুঃস্থ দের কিছু দিলে হবে অসীম মঙ্গলময় ।

শরীফ নবাব  হোসেন ।