০৩/০১/২০২১ , রাত – ৮-০০টা


নষ্টের  ভ্রষ্ট  নয় ,  হই  অবদানে  শ্রেষ্ঠ  ।।


আমরা ভীষণ নষ্টের ভ্রষ্ট
মানুষকে দিয়ে থাকি অবিরাম কষ্ট ।
শুধু মানুষ তো নয়
সৃষ্টি  জগতের ও করি অশেষ ক্ষয় ।
করে থাকি অবাধে চিত্তের জয়
অন্যায় , অপরাধে নেই ডর-ভয় ।
করি অবারিত আত্মার গোলামি
বিধির বিধান , অদৃষ্ট নাহি মানি ।


খারাপ টার প্রতি আগ্রহ আমাদের স্বভাব
কু-চিন্তা , কু-কর্মে নেই প্রচেষ্টার অভাব ।
মরিচা অন্তরে  আনাগোনা সদা কুমন্ত্রণা
সবাইকে দিয়ে থাকি অহরহ যন্ত্রণা ।
নিজের স্বার্থে ই নিত্য থাকি বেসামাল
অপর কে আঘাত হেনে করি টাল মাতাল ।
খায়েশ আপনি ই হতে চাই বিশাল বড়
অন্যের  মাথায় পা রেখে করে দেয় ছোট ।


নিজে গড়ি অবলীলায় আর্থ-স্বার্থের পাহাড়
শাসনে , শোষণে , লোভে মটকায় অপরের ঘাড় ।
সবকিছু কেবল নিজেই পেতে চাই
মানুষের ক্ষতি হোক , সে দিকে ভ্রূক্ষেপ নাই ।
সকল কাজে , প্রচারে , প্রকাশে বিপুল আমিত্ব
অধিকার খর্ব করে বনতে  চায় বিখ্যাত ।
আমাদের কাম , লোভ-লালসা , স্বার্থ পরতা দেখে
অবুঝ পশু-পাখি , গাছপালা , জীবজন্তু রা ও হাসে ।


খুনখারাবি , হিংসা-বিদ্বেষ , দখলবাজি , রাহাজানি তে আর
হিংস্র হায়েনা-জানোয়ার, বিষাক্ত কে মানিয়েছি হার !
হায়া শরম , লাজলজ্জা , মনুষ্যত্ব , মমতা সব করেছি শেষ
এতে ই মোরা আত্ম তৃপ্তিতে সুখে আছি বেশ !  
আমাদের কাজ-কর্ম , প্রচেষ্টা যদি হয় আবর্জনার স্তুপ
তাহলে দেশ , সমাজ ও বসুমাতাকে দেব কিভাবে মোহনীয় রূপ ।
এসব গর্হিতের একদিন না একদিন ঘটে চরম পতন
এখন সময় মনুষ্যত্ব ও মানবতা কে, হৃদয়ে করি লালন , পালন ও যতন ।।
শরীফ নবাব হোসেন ।


( আমার আজকের ক্ষুদ্র প্রয়াস টুকু আমার প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি – জগদীশ চন্দ্র মন্ডলের “ আমরা  ভীষণ নষ্ট ‘’ কবিতা পাঠে প্রেরণা পায় । সুতরাং আজকের কবিতা টি আমার প্রিয় কবিকে সবিনয়ে নিবেদন করলাম ।। )