তারিখ ঃ- ১১-১২-২০২১ ইং , সময় – বিকাল- ৩-০০ টা ।


অবুঝ দের   কাননে   সজীব  উল্লাস  ।।


কিছু সময় ঘুরেছিলাম , খেলেছিলাম
নাতি-নাতনী দের সাথে
অবশেষে , আসতে হলো ফেলে
দুঃখ নিয়ে বুকে ।


এক সাথে মিলে খেলাম  
কী ! সুখ পেলাম
এভাবে কাটতে পারতো সারাদিন
ছেড়ে আসায় হৃদয়টা মলিন ।


নাতি বলে দাদু -
তোমার সাথে যাব  গাড়িতে
আনা তো হলো না
রেখে এলাম গাঁয়ের মায়া ভরা বাড়িতে ।


ওদের কত রকম বায়না
হয়তো পূরণ করা হয় না
আবার ফেলাও যায় না
তারা যে প্রাণের আয়না !


যতক্ষণ থাকি বাড়িতে
ওরা ঘিরে থাকে আমাকে
সময় মধুর কেটে যায়
অপার সুখানন্দ মহীতে ।


ট্রেন গমগম চলছে
ওদের কথা মনে পড়ছে
যতই সামনে এগুচ্ছি
বিরহ ব্যথা বাড়ছে ।


হাসি-আনন্দ , সুখ কী  
খুঁজলে যায় পাওয়া
এটা আছে প্রকৃতির মাঝে
স্নেহ-মমতার পারাবারে তরী  বাওয়া ।


শরীফ নবাব হোসেন ।