২৮/১২/২০২০ ইং , সময় – সকাল – ১০-০০ টা ।


অগণ্য   অনুধাবন  ।।


প্রকৃত ধর্ম পালনে আনে শান্তি
মঙ্গলময় কাজে নিত্য প্রশান্তি ,
সংঘটিত সু চিন্তায় গঠন মূলক কাজ
মেহনতে গড়বে শোভাময় সমাজ ।


সৃষ্টিশীল ভাবনা ও নির্মাণে অগ্রগতি  
সম্পদের কার্যকরী ব্যবহারে সমৃদ্ধি ,
সম্পদের সুষম বণ্টনে সাম্য তা
এটাই সব মানুষের কাম্য তা ।


শোভমান মানুষ ছড়ায় আলোকধারা
বিশ্ব ভুবন রূপায়িত হয় নজর কারা ,
কর্ম  যোগে কর্ম সৃজন বহুগুণ
ন্যায় নিষ্ঠতায় কল্যাণ লক্ষ গুণ !


সুচারু স্বপ্নে ঘটে উন্নতি  
ফলাফল মানুষের সমুজ্জ্বল পরিণতি ,
মানবের থাকা চাই মানবতা
ধরাতে সূচিত হবে নিরাপত্তা ।


অনুশীলনে অনুশীলনে হয় দক্ষ
সময়-কালের আবর্তনে তা পরিপক্ষ
জ্ঞানের কর্ষনে হয় জ্ঞানী
সত্যের সন্ধানে গভীর মগ্নে  ধ্যানী ।


দেশ ও জাতির ভালবাসা ন্যায্যতা
মানুষের কুশল সাধন অপরিহার্য তা ,
সকল সৃষ্টি কে দিতে হবে বাঁচার সুযোগ
সৃষ্টির মাঝেই নিহিত শ্রেষ্ঠ উপযোগ ।


বাস্তবতা কে অবিরত মেনে চলা  
অর্থ , জীবন কে সহজ করে বলা ,
সত্যের পথে হই চালিত
নিজ সত্তাকে করে মহিমান্বিত ।


প্রকৃতির নিয়মে চলাই বিধির বিধান
এখানেই সৃষ্ট জীবের শান্তি ও নিরাপত্তার সমাধান ,
জীবনের নিয়ম-শৃঙ্খলা মানা মানুষের জন্য শ্রেয়
সকল জীব একে অপরের তরে এটাই শিক্ষণীয় ।


ধরাতলের সৌন্দর্য সৃষ্টিকর্তার
সাজানো অবস্থানে রাখা টাই উত্তম ,
এ চিরায়ত সহাবস্থান বিকশিত করাই
সৃষ্টি  কুলের জন্য সদা সর্বোত্তম ।।


শরীফ নবাব হোসেন ।