তারিখ ঃ – ০৩-০২-২০২২ ইং , সময় – রাত – ৯-০০ টা ।


অলস  ভাবনায়  কবি  ! !


আমি কবি  
বেকার জীবনের ছবি
আমার কবিতা -----------
এলোমেলো হিবিজিবি কথার  কথা
কে পড়বে আমার কবিতা
নেই যে মনের মিতা
কবিতায় নাহি দেয়া নেয়া
তার প্রতি নেই মায়া
কবির কল্পনা-----------
মনে হয় অকাজের আলপনা ।


  কবিতা হয়তো জীবনের কথা বলে
আনন্দ-বেদনার ছায়া ফেলে
প্রেম , ভালোবাসা , প্রত্যাশা-অপ্রত্যাশা , বিরহের কাব্য
কবিতায় হয়ে উঠে উপজীব্য
কারো কাছে আলতো লাগে ভালো
অনেকের মানসে ফেলে বিরূপতার কালো
উদাসীন কবি লিখে হয় ধন্য
প্রাপ্তির খাতায় মেলে অর্থহীন শূন্য ।


কবির ভাবনা ------------  
স্বপ্নের অসঙ্গত কামনা বাসনা
কল্প রাজ্যে কবিতার শব্দ রা গাঁথে মালা
ভবের ভাবুকেরা মেটায় হৃদের জ্বালা
এরপর ও ------------
পাঠকেরা পেয়ে থাকে কিয়ৎ আনন্দ
কবি ও কবিতার কুঞ্জ তখন সৌরভে অনন্য !


শরীফ নবাব হোসেন ।