তারিখ ঃ – ১৪/০৫/২০২১ ইং ,


অনিন্দ্য   কীর্তিকলাপ !


মিথ্যার ছড়াছড়ি
প্রচারে আহামরি
অন্যায়ে বাড়াবাড়ি
দেশের  সম্পদের কাড়াকাড়ি
হুজুগে  গড়াগড়ি
দায়িত্ব পালনে মোড়ামুড়ি
ফাইল নিয়ে ঘুরাঘুরি
অবৈধ অর্জনে  হুড়াহুড়ি ।।


কথা বলে বেফাঁস  
যেন সে রাজহাঁস
কাউকে করে না পরোয়া
ঘোলা  জলে নাওয়া-খাওয়া
অবিচারে ভরপুর
উল্লাসে বাজে নূপুর
মানুষের নেই দাম
মানবতার কী কাম ?  
  
সৎ মানুষের দাম নাই
কোথায় গেলে পাবে ঠাঁই
অসৎ এর কারখানা
দেশকে করে কানা
জোরের মুল্লুক
যেন তারা ভাল্লুক
তোষামোদের সুবিধা ভোগ
সাধারণ জনতার দুর্ভোগ  ।


অন্যায়কে  সমর্থন
কামায় টাকা-পয়সা , ধন
যোগায় কালো হাতের মন
সাদা মনের মানুষেরা  দুশমন
নির্ভেজাল  টিকে না
ভেজালের দৌরাত্ম্য  ষোল আনা
যোগ্য , মেধাবী্রা বস্তা বন্দি
অযোগ্য রা করে চলেছে সন্ধি  ! !


শরীফ নবাব  হোসেন ।