তারিখ ঃ – ০৫-১২-২০২১ ইং , সময় – রাত – ৮-০০ টা ।


অনিশ্চিত   সবকিছু   ! !

অনিশ্চিত ভবিষ্যৎ
অনিশ্চিত জীবন
সহসা আসতে পারে
পদে পদে মরণ !


সুখের পেছনে ছুটলেও  
সুখ থাকে সুদূরে
অসীম চাওয়া-পাওয়ার কারণে
অশান্তিতে ডুবে ঘুরে  ফিরে ।


অতীব প্রাপ্তির আশা
যন্ত্রণা বাঁধে বাসা
ভোগ-বিলাসের ঢের প্রত্যাশা
তাড়িত  করে  জীবনে  হতাশা ।


সুখ-শান্তি-মোহ তা তো মরীচিকা
কাছে পেয়েও হয় হাত ছাড়া
লোভ-লালসার পেছনে বারোমাস
নিজে কাছে টানে নিজের সর্বনাশ ।

স্বাভাবিক , নিয়ন্ত্রিত জীবন যাপন ভাল
অতিমাত্রায় চাহিদায় জীবনের রং কালো
সততা , মানবতা , মূল্যবোধ নয় বিসর্জন
বিবর্ণ-শর্বরে অর্জন , তা নয় তো অর্জন ।


শরীফ নবাব  হোসেন ।