১৪/০১/২০২১ ইং , সময় – বিকাল – ৩-০০ টা ।


অন্তহীন  অম্বর  ! !


আকাশ অনেক বড়
তার হৃদয় টা আরো বেশ বড় ,
গগনের বুকে রোশনাই চাঁদ
চাঁদের হাসিতে ভাঙে খুশির বাঁধ ।


অন্তরীক্ষে  অগণিত তারার মেলা
ঝিকিমিকি আলো রা  করে খেলা
সুরপথের অবস্থান সীমাহীন
তার উদারতা অসীম ।


দ্যুলোক সুদৃশ্য নীল  
ধরা কে সাজিয়েছে সে নীলাম্বরী ,
নীলিমার বক্ষে সাদা নীল জলদ ভাসে
তারই পরশে উড়ন্ত অণ্ডজ হাসে ।


অভ্র চৌদিকে প্রশস্ত
তার আত্মা সেভাবে বিস্তৃত ,
আসমান মহী কে দেয় চিরন্তন ছায়া
ক্ষিতির সৃষ্টি পায় তার সুনিবিড় মায়া ।


অনন্ত সাতিশয় করে যায় দান
বিনিময়ে কিছু নাহি চায় প্রতিদান ,
নভোমণ্ডল অপরিসীম অনিন্দ্য সুন্দর
তার রূপে , গুণে , সমর্পণে প্লাবিত মোদের অন্তর ।


আমরা কী হতে পারি না মহৎ নভোলোকের মতো
তাহলে অবনী ভালোবাসায় সিক্ত হতো অফুরন্ত ,
আমাদের মনোজগৎ হোক ব্যোমের সম খোলা
তাতেই মানব জাতির জীবনে রচিবে সুখ-শান্তির মেলা ।।


শরীফ নবাব হোসেনের