তারিখ ঃ ০৬-০৬-২০২২ ইং , সময় ঃ রাত – ৭-৪৫ মিনিট ।



অন্তরের    গভীরের    শোক   ও    সমবেদনা  ।।



৪ মার্চ , ২০২২ ইং  রাতে ঘটেছে
সীতাকুণ্ডের বি এম কন্টেনার ডিপোতে  
স্বরণ কালে নিষ্ঠুরতম অগ্নিকাণ্ড
হয়েছে জান মালের অপুরণীয় ক্ষতি
যে শোকের স্মৃতি কখনো
নয় মুছে যাবার  মতো  ! !  



শান্ত-স্নিগ্ধ আষাঢ়ের মেঘলা রাত  
যে যার মতো ছিল কাজে ব্যস্ত
বা খানিকটা বিশ্রামে
হঠাৎ বিকট শব্দে কন্টে্নার বিস্ফোরণ
মুহূর্তেই পুরো এলাকা
ধ্বংসলীলার আগুনে গেছে ছেয়ে ।



আগুনে দগ্ধ হয়ে হারিয়েছেন প্রাণ
৪৯ জন , আহত প্রায় তিন শত
আরো ১২ থেকে ১৫ জনের জীবন
চরম আশঙ্কা জনক অবস্থা
তাদের স্বজন দের আহাজারিতে
গোটা পরিবেশ বেদনা-বিদুর স্তব্ধ  ।।



মানুষ নামের জানোয়ার দের  
প্রচুর আর অন্তিম অবহেলার কারণেই
ঘটে এরূপ জীবন ও সম্পদ হরণকারী দুর্ঘটনা
যা সুস্থ মাথায় যায় না নেয়া মেনে
তাই , সকল ব্যবস্থাপনায় নিয়ম-কানুন
হবে মানতে , মানতে বাধ্য করা অতীব জরুরী  ।।



ঘটনা ঘটে গেলে------------
গঠন হয় তদন্ত কমিটি
প্রকাশ হয় না জন সমক্ষে
ঐ তদন্ত কমিটির প্রতিবেদন
অথবা – কমিটির সুপারিশ
অধিকাংশ ক্ষেত্রে হয় না বাস্তবায়ন  ? ?



বিস্তর বিয়োগান্তক ঘটনা  গেলে  ঘটে
হৈ চৈ না করে , না করে শোক প্রকাশের প্রতিযোগিতা
বরং মানব সম্পদ বিধ্বংসী
দুর্ঘটনা যাতে না ঘটে
সেটার ব্যবস্থা নেয়াই প্রধান কর্তব্য ও দায়িত্ব
ঘটে গেলে ভাবা ও অশ্রু মুছার চেয়ে
ঘটার আগে ভাবা , ব্যবস্থা গ্রহণ ঢের উত্তম ।।



এ ভয়ানক প্রাণ সংহারী অগ্নিকাণ্ডে যাঁরা –
পরপারে চলে গেছেন তাঁদের আত্মার মাগফিরাত
যাঁরা আহত হয়েছেন
তাঁদের অতি সহসা আরোগ্য লাভ
পরম শোকাতুর পরিবারের প্রতি
অন্তরের গভীর সমবেদনা জ্ঞাপন সহ  
মহান রবের নিকট করজোড়ে তাঁর
অসীম দয়া , ক্ষমা ও অনুগ্রহ কামনা করছি
আমীন  ।।  


শরীফ নবাব হোসেন ।