১২/০২/২০২০, রাত – ৯-০০টা


অনুভূতি !


মানুষ হৃদয় থেকে যা করতে চায়
যা করার জন্য উদ্দীপনা পায়
যেটা করার জন্য সতত উদগ্রীব হয়
যা করলে ভালো বা খারাপ অনুভূত হয়
যেটা করতে মন চায় না
যাতে মানষিক শান্তি  বা অশান্তির উদ্রেক হয়
সেটাই বাস্তবিক অনুভূতি ।


অনুভূতি একটি আপেক্ষিক বিষয়,
ইহা পরিমাপযোগ্য নয়,
একে হৃদয় দিয়ে অনুধাবন করা হয়
ইহা কখনো নিরস,অবসন্ন,
কখনো গতিময়,কখনো বা ছন্দময়।
কল্পনা থেকে অনুভূতির সৃষ্টি  
অনুভূতির ফলে  আবেগের বৃষ্টি
আবেগ অনুভূতি থেকে ভালোলাগা
ভালোলাগা থেকে জন্মে  ভালোবাসা
কল্পনা আর আবেগ মিলে অনুভূতিতে ক্রিয়া  করে
অনুভূতি তখন তার ইচ্ছা প্রকাশ করে ।


অনুভূতি যখন যা অনুধাবন করায়
মানুষ তখন তা করে
কিছু কিছু  প্রকাশ  পায় সু্খানুভূতি
কিছু কিছু দুঃখের স্মৃতি
কিছু আনন্দের, কিছু বেদনার
কোনটা মিলনের, কোনটা বিরহের
এভাবে অনুভূতি জীবনে মিশে থাকে
এর পরশ নিয়েই মানুষ সারাজীবন বাঁচে ।


নানা লোকের অনুভূতি নানা রঙের
স্রষ্টাই করে দিয়েছেন তা বিভিন্ন রকমের
অনুভূতির রুপ, প্রকৃতি ও মেজাজ বৈচিত্র
যেন শিল্পীর আঁকা ক্যাভাসে জীবন্ত তৈলচিত্র !


অনুভূতি প্রকাশের সহায়ক পঞ্চ ইন্দ্রিয়  
ইন্দ্রিয়  সজাগ না হলে তাহয় এককেন্দ্রীয়
সুস্থ  কার্যক্ষম অনুভূতির জন্য আবশ্যক নান্দনিক মানষিকতা
সুন্দর  মননের অনুভূতির অভিব্যাক্তি মঞ্জুলের উৎকর্ষতা  ।  


শরীফ নবাব হোসেন