তারিখ ঃ 30/01/2023 ইং ।


অনুশোচনা - 02 ।।


মন্দ কাজ , অসৎ পথে চলা
অন্যের অনিষ্ট , দেশ ও জাতির ক্ষতি করা
এগুলোর জন্য যদি –
হৃদয়ে আসে অনুশোচনা ,
প্রত্যেকে - নিজেই যদি নিজের কাজের
ভালো কী মন্দ তা করে সঠিক মূল্যায়ন
তবে সে মানুষের হয়ে থাকে আত্মশুদ্ধি
অবৈধ কাজ-কর্ম থেকে থাকে বিরত ।।


এভাবে অনুশোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে
সমাজে অন্যায় , অপরাধ ও অবৈধ-অসৎ ক্রিয়া যাবে কমে
অসন্তোষ , বৈষম্য , নানাবিধ জুলুমের অশান্তি থাকবে না
পরিবার , সমাজ ও রাষ্ট্রে প্রবাহিত হবে সুষ্ঠু-সুস্থ ধারা
মানুষে মানুষে তৈরি হবে
নিবিড়তম প্রীতি-সৌহার্দ , কলহ জঞ্জাল ছাড়া ।


শরীফ নবাব হোসেন ।