০৩/০২/২০২০,  সময় – সকাল – ৯-০০টা


ওরে   ছলনাময়ী  !!


রুপসী ছলনাময়ী !
আর করোনা ছলনা
প্রাণ যে আমার মানে না
দেরী তো আমার সহে না
তোমায় ছাড়া বাঁচি না
তোমারি এই বিরহে
বাড়ছে  মোর  যাতনা  ।
তোমার ভালবাসাটুকু দাও !
আমার পরানের পরশটুকুন নাও ।


আমার হৃদয় আঙিনা
তু্মি এসে রাঙাও
আমার হিয়ার বাগানে
তু্মি ফুল ফোটাও ।


আমার হৃদয় নদীতে
তু্মি জোয়ারে  ভরে দাও
আমার ভালোবাসার সাগরে
তোমার চিত্ত-তরীটি ভাসিয়ে দাও !


আমার মনের মরা বৃক্ষে
তু্মি পত্র-পল্লবে বিকশিত করো    
আমার নিরস হাতে
তু্মি এসে হাতটি ধরো
আমার অন্ধকার অন্তরে
এসে ভালবাসার প্রদীপটি জ্বালাও !
তোমার হৃদয়ে  আমারি জন্য
ফোটাও প্রেমের ফুলটি
ভোমর হয়ে আমি এসে
নিব শান্তির মধু লুঠি ।


ওগো ! তুমি  আর থেকো না দূ্রে ।  
আমার জীবনে এসে ধরা দাও
হৃদয় রাজের রাজ্যে
অনন্ত  ভালোবাসা লুঠিয়ে  নাও ।


আমার প্রেমের ফুলদানিতে
থাকবে তুমি  ফোটা তাজা ফুল
নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি  সুবাসে
হবো আমি চির ব্যাকুল ।
ওহে বন্ধু ! তু্মি হবে আমার
মানসলোকের  অনন্যা কোলাহল
তোমারি জন্য রচিব
বিশ্ব-ভূবনে শত তাজমহল ।


শরীফ নবাব হোসেন ।