তারিখ ঃ – ২৯-০৫-২০২২ ইং ,  সময় ঃ সকাল – ৯-৪৫ মিনিট ।


অর্পণ  !


ফল গাছের ফল
ফুল কুঞ্জের ফুল
মেঘ দানে জল
অরণ্যের অপরূপ  ছায়া-মায়া  ।


নদী-সমুদ্রের বিচিত্র মীন
রত্নাকরের তলদেশে মণি-মুক্তা
অদ্রিতে সঞ্চিত বিপুল সম্পদ রাজি
সবই মানব কল্যাণে ত্যাগে রাজি ।


গাভীর সুপেয় দুধ
দ্বিজের পুষ্টিকর ডিম
পশু-পাখির সুস্বাদু মাংস
তারা নিসর্গের উৎসর্গের অংশ ।


ক্ষেতের ফসল , শাকসবজি
রকমারি সুরুচির শস্য দানা
ঔষধে ভরপুর ঔষধি গাছ
নানা অটবীর দরকারী আঁশ ।


রবির হিতৈষী কিরণ , তাপ
রজনীকান্তের কমনীয় জ্যোছনা
স্তরে স্তরে সজ্জিত প্রকৃতির কানন
জগৎ স্বামী এসব বিনামূল্যে করেছে অর্পণ  ! !


অথচ  ; আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব
জ্ঞান-গরিমায় , ক্ষমতায় অফুরন্ত সজীব
মানুষেরা অতিশয় ভোগেই সেরা
দান-অবদানে নয়তো উজাড় করা  ।।


শরীফ নবাব হোসেন ।